নিজস্ব সংবাদদাতা: সব ভুল বোঝাবুঝি মিটিয়ে পারুল ও রায়ান যে একে অপরের কাছাকাছি আসছে তা মেগার দর্শকরা ভালোই টের পাচ্ছিলেন। আর এবার পারুলকে মনের কথা জানাল রায়ান। দু'জনেই একে অপরের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে। একসঙ্গে হাতে হাত মিলিয়ে বিপদের মোকাবিলা করছে তারা।
তবে এবার ভাইরাল হল পারুল-রায়ানের এমন মুহূর্ত, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। 'পরিণীতা'র পরিচালক কৃষ বসু সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, 'পারুল' ওরফে ঈশানী চট্টোপাধ্যায় ও 'রায়ান' ওরফে উদয় প্রতাপ সিং বাইকে চেপে রোমান্টিক দৃশ্যের শুটিং করছেন।
তবে এখানেই আসল টুইস্ট। বাইকে চেপে রোমান্টিক দৃশ্যের শুটিং চললেও আসলে কিন্তু বাইকে চাপেননি নায়ক-নায়িকা। একটা উঁচু কাঠের টেবিলের উপর দুটো চেয়ারে বসেছেন ঈশানী ও উদয়। হাতে একটা প্লাস্টিকের পাইপ বাইকের হ্যান্ডেলের মতো করে ধরেছেন উদয়। এভাবেই হচ্ছে বাইকে চড়ার শুটিং। যা দেখে মাথায় হাত অনুরাগীদের।
এভাবেই যে শুটিং হয়, তা তো পর্দায় টের পান না দর্শক। তাই ঈশানী-উদয়ের এই ভিডিও সামনে আসতেই কৌতূহল জেগেছে দর্শক মনে। সঙ্গে এসেছে নানা মজার মন্তব্য। কেউ এই ভিডিও ভাগ করে লিখেছেন, 'এত বড় ধোঁকা তো আমার প্রাক্তনও দেয়নি।' কেউ আবার লিখেছেন, 'এ কী কাণ্ড! ভাবতাম রোমান্টিক দৃশ্য কতই না মজাদার হয়, এ তো সত্যিই হাস্যকর।'
