সংবাদসংস্থা মুম্বই: বিরাট শোকের ছায়া বিনোদন জগতে। অকালপ্রয়াত জনপ্রিয় পরিচালক।
সোমবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা বিক্রম সুগুমারন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
জানা যাচ্ছে, মাদুরাই থেকে একজন প্রযোজককে একটি নতুন চিত্রনাট্য শোনানোর পর তিনি ফিরছিলেন। সেই সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনওভাবেই আর শেষরক্ষা হল না। পথেই হার্ট অ্যাটাকে প্রাণ গেল তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। সমাজমাধ্যমে পরিচালকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন অনুরাগীরা।
বিক্রম সুগুমারনের সিনেমা জগতে কেরিয়ার শুরু করেন ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে। তিনি বিখ্যাত পরিচালক বালু মহেন্দ্রের সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। এরপর, ২০১৩ সালে 'মাধা ইয়ানাই কুত্তম' ছবিটি দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর সাম্প্রতিক পরিচালনার কাজ ছিল 'রাবন কোট্টম', যেখানে প্রধান চরিত্রে ছিলেন শান্তনু ভাগ্যরাজ।
বিক্রম সুগুমারন 'থেরাম পোরাম' নামে একটি নতুন প্রকল্পে কাজ করছিলেন। কিন্তু কাজ শেষের আগেই প্রয়াত পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেন যে, ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ৷ তবে, তিনি কারও নাম উল্লেখ করেননি ৷
