নিজস্ব সংবাদদাতা: বাবা-ছেলের নিত্যদিনের গল্পকে বড়পর্দায় রঙ দিয়েছিল মিঠুন চক্রবর্তী ও দেবের জুটি। পরিচালনায় অভিজিৎ সেন এবং দেবের সঙ্গে সহ-প্রযোজনায় ছিলেন অতনু রায়চৌধুরী। ছবির নাম 'প্রজাপতি'। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। এই গল্পে দেবের বিপরীতে দেখা গিয়েছিল ছোটপর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্যকে। 

 

 

 

 

আসছে ছবির সিক্যুয়েল। দেবের 'প্রজাপতি ২' এর মুখ্য চরিত্রে কোন নায়িকাকে দেখা যাবে সেই নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে ফ্যান্স দের। প্রথমে ইধিকা পাল এর সাথে কথাবার্তা এগোলেও তিনি এখন নাকি সরে দাঁড়িয়েছেন প্রজেক্ট থেকে। তবে এই মুহুর্তের খবর 'প্রজাপতি', 'প্রধান'- এর মতোই এবারও ছোটপর্দার এক অভিনেত্রীকে দেখা যাবে দেবের বিপরীতে। 

 

 

 

 

অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। এর আগে স্টার জলসার 'বঁধুয়া' ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছল তাঁকে। তারপর যদিও আর দেখা যায়নি অভিনেত্রীকে। বহুবার নানা চরিত্রের, নানা মাধ্যম থেকে প্রস্তাব এলেও রাজি হননি জ্যোতির্ময়ী। অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের। সবুরে মেওয়া ফলেছে অভিনেত্রীর। ছোটপর্দা থেকে একেবারে সুপারস্টার দেবের নায়িকা হচ্ছেন তিনি। যদিও এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তবে টলিপাড়ার কানাঘুষো, খুব তাড়াতাড়ি শুটিং শুরু করবেন তিনি।