নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের নতুন ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে তাঁকে। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এ ছবি হতে চলেছে গা ছমছমে ভয়ের? অর্থাৎ সহজ কথায় ভূতের ছবি!
গল্পে শতাব্দী রায় এবং ঋতাভরী চক্রবর্তীর ননদ-বউদির সম্পর্ক। ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাড়িতে অতিপ্রাকৃত সব ঘটনা ঘটতে থাকে। এমন পরিস্থিতিতে ভ্রাতৃবধূ ঋতাভরীকে আগলে রাখেন শতাব্দী। সেই বাড়িটিকে 'অপয়া' তকমা দিয়ে ছেড়ে দিতে চান তিনি। কিন্তু শত চেষ্টা করেও কি আর বিপদ আটকানো যাবে? 'বাৎসরিক'-এর ট্রেলারে সেই কৌতূহলকেই যেন আরও একবার উসকে দিল।
ছবির গল্প অনুসারে, ঋতাভরী চক্রবর্তী অভিনীত চরিত্রটি স্বামীকে হারিয়েছে, আর শতাব্দী অভিনীত চরিত্রটি তাঁর ভাইকে। স্বামীর মৃত্যুর পর একা হয়ে যাওয়া স্ত্রী এবং তার ননদ ভাবছে, তাদের বাড়িটি তারা রাখবে না বিক্রি করে দেবে? কারণ, এক জনের মৃত্যু বাড়িটিতে যেন কালো ছায়া ফেলে দিয়েছে। এমন অবস্থায় ননদ ও ভাইয়ের বউয়ের সম্পর্কের সমীকরণ গল্পের মূল বিষয় হয়ে উঠবে। ৬ জুন বড়পর্দায় মিলবে ভৌতিক কাণ্ডের হিসাব।
