নিজস্ব সংবাদদাতা: তিনি ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। সাধারণত মা-জেঠিমাদের চরিত্রে তাঁকে বেশি দেখা যায়। কখনও ইতিবাচক তো কখনও নেতিবাচক চরিত্র। তাঁর অভিনয় দক্ষতায় মজেন আট থেকে আশি। তিনি বাঙালি দর্শকের অত্যন্ত প্রিয় ও পরিচিত অভিনেত্রী। তাঁর নাম নন্দিনী চট্টোপাধ্যায়। 

 

 

 

 

সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় তিনি। বর্তমানে অভিনেত্রীর খোলামেলা ছবি দেখেও অবাক হন নেটিজেনরা। বয়স বাড়লেও নিজেকে পরিপাটি রেখেছেন অভিনেত্রী। কাজ করছেন হিন্দি ধারাবাহিক 'নয়নতারা'তে। ইতিমধ্যেই কয়েকদিনের শুটিং হয়েছে। কিন্তু এর মাঝেই বিপদে নন্দিনী। 

 

 

পড়ে গিয়ে দু'হাত ভেঙেছে তাঁর। হাতের প্লাস্টারের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করেছেন নন্দিনী। কীভাবে ঘটল এই অঘটন? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাড়িতে পড়ে গিয়েই চোট লেগেছিল। কিন্তু অসম্ভব ব্যাথা অনুভব হওয়ায় চিকিৎসকের পরামর্শ নেন। জানতে পারেন, দুই হাতই ভেঙেছে তাঁর।

 

 

 

নন্দিনী বলেন, "তড়িঘড়ি অপারেশন করিয়ে নিই‌। কারণ শুটিং ফ্লোরে ফিরতে হবে তাড়াতাড়ি। এখন যদিও সেরে উঠছি‌। আগের থেকে অনেকটাই ভাল আছি।"