নিজস্ব সংবাদদাতা: সিনেমা হলে রমরমিয়ে চলছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আরও একবার সত্যের সন্ধানে বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু পাড়ি দিয়েছেন। এবারের গন্তব্য বেনারস। শান্ত বেনারসের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে রহস্যের জাল। একেনবাবুকে আবারও চেনা ছকে রহস্য উন্মোচন করতে দেখে দারুণ খুশি অনুরাগীরা।
এই নিয়ে তৃতীয়বার বড়পর্দায় একেনবাবু। অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ ছাড়াও এবাবের সংযোজন টলিউডের বহু তারকা। শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসুও রয়েছেন।
এবারের জট আরও জটিল একেনবাবুর কাছে। তবে দর্শকের পছন্দের তালিকায় বরাবরের মতো এবারও প্রথম স্থানে একেনবাবু। চলতি বছরে মুক্তি পাওয়া ছবির মধ্যে রেকর্ড গড়েছে এই ছবি।
মুক্তির প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি সিনেমা হল হাউসফুল। প্রথম সপ্তাহেই প্রায় ৩ কোটি ঘরে তুললো জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি।
প্রথম সপ্তাহেই ছবির সাফল্য পরিচালক বলেন, "আমরা সব সময় একেনবাবুর জাদুতে বিশ্বাস করতাম। জানতাম যে, এই গল্প দর্শককে রোমাঞ্চ, রসবোধ দুই-ই দেবে। এই ছবি যেভাবে সাড়া ফেলেছে দর্শক মহলে, তা সত্যিই বাংলা ছবির সাফল্যের একটা নতুন দিক বলা যায়।"
