সংবাদসংস্থা মুম্বই: বয়সে ছোট নারীর প্রেমে আসক্তি নতুন কিছু নয়। তবে ৭০ বছর বয়সে এসে ৩০ বছরের নায়িকার প্রেমে কুপোকাত হওয়া বেশ নতুন বইকি! কথা হচ্ছে বলি অভিনেতা গোবিন্দ নামদেব ও অভিনেত্রী শিবাঙ্গী বর্মার সম্পর্কে।
গত বছরের শেষে বলিপাড়ায় গুঞ্জন ছিল, এই দুই তারকা নাকি একে অপরকে মন দিয়েছেন। তাঁদের একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল এই জল্পনা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি দেখে এক নেটিজেন লিখেছিলেন, 'কবে বিয়ে করছেন?' আরেক নেটিজেন তো রীতিমতো ব্যাঙ্গ করেছেন গোবিন্দ-শিবাঙ্গীকে। লিখেছিলেন, 'টাকাই সব। টাকা থাকলে না কেউ বয়স দেখে, না আর কোনও সীমা।'
যদিও তাঁদের প্রেমের গুঞ্জনকে নস্যাৎ করেছিলেন শিবাঙ্গী। তিনি জানিয়েছিলেন, একটি কমেডি ছবিতে একসঙ্গে কাজ করছেন তাঁরা। পর্দার বাইরে আর কোনওরকম সম্পর্ক নেই তাঁদের। অভিনেত্রী সেই সময় এক সাক্ষাৎকারে বলেন, “এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম। চরিত্রটি আমার ব্যক্তিত্বের একেবারে উল্টো। তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছিল। চরিত্রটা বুঝতে টিম, পরিচালক এবং লেখকের সঙ্গে অনেক সময় কাটিয়েছি।”
প্রসঙ্গত, 'শোলা অউর শবনম’ ছবি দিয়ে রূপালি পর্দায় পা রাখেন। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে ‘রাজত্ব’ করছেন ৭০ বছর বয়সী গোবিন্দ নামদেব। নিজেকে কখনও নির্দিষ্ট চরিত্রের মধ্যে বেঁধে রাখেননি। নিত্যনতুন চরিত্রে অভিনয় করেছেন। তবে পরিচিতি পেয়েছেন ভিলেন হিসেবেই। তবে এবার কম বয়সী নায়িকার সঙ্গে কমেডি ছবিতে কতটা দর্শকের মন জয় করেন তিনি, সেটাই দেখার।
