সংবাদসংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'। বাঙালি মেয়ে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’-তে কেন্দ্রীয় চরিত্র রূপালী। 

 


এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত 'অনুপমা'-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালি। কিন্তু এখন গুঞ্জন, গল্প এগোচ্ছে 'প্রেম' ( শিবম খাজুরিয়া) ও 'রাহি' (অদ্রিজা রায়)কে নিয়েই।

 

 

পর্দায় অনুপমার জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী অনুপমা, এই নিয়েই গল্প। গল্পের নতুন মোড়ে আসতে চলেছে বিরাট চমক। 

 


গল্প অনুযায়ী, আরিয়ান ও মাহি আগে পালিয়ে গিয়ে বিয়ে করার জন্য পরিবারের কেউ তাদের বিয়েটা মেনে নিতে পারেনি। তবে এবার অনুপমার কথায়, মাহি-আরিয়ানের বিয়ের আয়োজন করে পরিবারের সবাই। কিন্তু এই খুশির মুহুর্তেও বিপদের ছায়া নেমে আসে অনুপমার সংসারে। 

 


অতীতে ড্রাগ সেবনের কারণে ঘটনাচক্রে মৃত্যু হয় আরিয়ানের। এদিকে, এই শোকে স্মৃতি হারিয়ে ফেলে অনুপমা। স্মৃতি হারা অনুপমাকে কীভাবে সামলাবে তার পরিবার? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।