নিজস্ব সংবাদদাতা: ২০২৪-এ নানা ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে। তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। এর মাঝেই কাজ করেছেন শাকিব খানের সঙ্গে ওপার বাংলার ছবি 'বরবাদ'-এ।
ছোটপর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায়। এবার সোজা বলিউডে পাড়ি দিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন নতুন পথ চলার সুখবর।
'রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে আসছে হিন্দি ছবি 'বিহান'। পরিচালনায় ধীরাজ কুমার। ছবিটি নারীশক্তির গল্প বলবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মুহূর্তে শুটিংয়ের মাঝে আছেন তিনি। সকাল থেকেই বেশ চাপ। অভিনেত্রীর ঝটতি জবাব, "১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।"
বলিউডে পাড়ি দিয়ে কি তবে টলিউডে আর কাজ করবেন না রিয়া? জানা যাচ্ছে, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান ভাল কাজের তাগিদে।
