নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ভিডিও বৌমা'।‌ এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায়চৌধুরী। গল্পে তাঁরা 'আকাশ' ও 'মাটি'। দু'জনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। 

 

 

 

 

আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা‌। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছে দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করছেন দর্শক। এবার এই ধারাবাহিকে আসছে মহাবিবাহ পর্ব! 

 

 

কার বিয়ে? সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা যাচ্ছে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছে। ঘটনাটা আসলে কী? আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করে না। ফলোয়ার বাড়ানোর তাগিদে প্রেমিকা লীনাকে বিয়ে করতে যায় সে। বিয়ের প্রতিটি মুহূর্ত লাইভে ধরে সে। এদিকে, বিয়ের আসরে হঠাৎই বেপাত্তা লীনা। অনেক খুঁজেও পাওয়া যায় না তাকে। 

 

 

 

 

তখন পরিস্থিতি বেগতিক দেখে মাটির সিঁথিতেই সিঁদুর তুলে দেয় আকাশ। আকাশের কাছে বিয়েটা শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য হলেও মাটির কাছে তা নয়। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কি আকাশের সঙ্গে ঘর বাঁধতে পারবে সে? কীভাবে হবে আকাশ-মাটির মনের মিল?