সংবাদসংস্থা মুম্বই: বাবা সিদ্দিকীকে হত্যা হয় কয়েক মাস আগেই। আর এবার খুনের হুমকি পেলেন তাঁর ছেলে জিশান সিদ্দিকী। মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক এবং এনসিপি নেতা জিশান সিদ্দিকী সোমবার দাবি করেছেন যে ইমেলের মাধ্যমে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। জিশানেদাবি, ইমেলে বলা হয়েছে, ১০ কোটি টাকা না দিলে বাবার মতোই হত্যা করা হবে তাঁকে।
জানা যাচ্ছে, মেইলে আরও দাবি করা হচ্ছে যে বাবা সিদ্দিকীর হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং নয়, রয়েছে ডি-কোম্পানির হাত। এই ডি-কোম্পানির মাথা হল দাউদ ইব্রাহিম।
জিশান সিদ্দিকী জানান, তিন দিন ধরে একটানা এরকম মেল পাচ্ছেন তিনি। তাঁর কথায়, “গত তিন দিন ধরে আমি ক্রমাগত ইমেইল পাচ্ছি। তাতে লেখা, যদি তুমি ১০ কোটি টাকা না দাও, তাহলে তোমাকেও বাবা সিদ্দিকীর মতো হত্যা করা হবে। মেল যিনি পাঠাচ্ছেন, তিনি নিজেকে ডি-কোম্পানির সদস্য বলে দাবি করেছেন। আমি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ না করি, তার জন্যও সতর্ক করা হয়েছে।”
প্রসঙ্গত, গত ছয় মাস ধরে জিশান সিদ্দিকী একাধিক খুনের হুমকি পেয়েছেন। অধিকাংশ হুমকিবার্তায় মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে তাঁর কাছে। প্রাথমিক তদন্ত অনুসারে প্রশাসনের দাবি, লরেন্স বিষ্ণোইয়ের দলীয় সদস্যরাই এই কাণ্ড ঘটাচ্ছেন। যাঁরা বাবা সিদ্দিকীর খুনের সঙ্গেও জড়িত। কিন্তু এবারের মেল বলছে অন্য কথা! তাই জিশান প্রশাসনের কাছে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
