নিজস্ব সংবাদদাতা: বহুদিন ধরেই টলিপাড়ার অন্দরমহলে চর্চা চলছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেম নিয়ে। গত বছর আলোর উৎসবে নিজের প্রেমিককে প্রকাশ্যে এনেছিলেন ঋতাভরী। সমাজ মাধ্যমে লেখক সুমিত অরোরার সঙ্গে ছবি ভাগ করে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানান অভিনেত্রী।
সুমিত অরোরা বলিউডের বেশকিছু ছবি ও সিরিজের সংলাপ লিখেছেন। তার মধ্যে রয়েছে 'জওয়ান', 'স্ত্রী', 'চন্দু চ্যাম্পিয়ান' ও সিরিজ 'ফ্যামিলি ম্যান'-এর মতো কাজগুলো। প্রেমিকের পরিচয় প্রকাশ্যে আসতেই তাঁদের একসঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতেন অভিনেত্রী।
এবার সবাইকে চমকে সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী। সেই শুভ মুহুর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন নায়িকা। লিখেছেন, 'আমরা সারাজীবন একে অপরকে বিরক্ত করার ও ভালোবাসার পরিকল্পনায় রাজি হয়েছি। আমি ও আমার মিস্টার রাইট।'
স্টুডিওপাড়ার খবর, চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন জুটি। ডিসেম্বর মাসে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বাঙালি ও পঞ্জাবি দুই মতেই বিয়ে হবে। ডেস্টিনেশন ওয়েডিং অনুষ্ঠান হবে একেবারে ঘরোয়া ভাবেই। তবে রিসেপশন পার্টি হবে জাঁকজমকপূর্ণ ভাবেই। কলকাতা, মুম্বই দুই জায়গাতেই আলাদা পার্টি হবে কিনা, তা এখনও জানা যায়নি।
