শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

শ্যামশ্রী সাহা | ১৭ এপ্রিল ২০২৫ ২২ : ০৫Snigdha Dey


ঠিক যেন রূপকথার গল্প। সত্যিই কি তাই! মায়ানগরীর রাজকন্যা হতে কতটা ঘাম, রক্ত ঝরাতে হল, বঙ্গ-কন্যা মানসী ঘোষকে? কেমন ছিল তাঁর ‘ইন্ডিয়ান আইডল’ সফর, শুনলেন শ্যামশ্রী সাহা

কেমন আছেন?

খুব ভাল আছি। 

আপনার জার্নিটা তো পুরো এলাম, দেখলাম, জয় করলাম!

(হাসতে হাসতে) কী উত্তর দেব বলুন তো! ঠিক বুঝতে পারছি না। 

‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নেওয়ার আগে নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন?

‘সুপার সিঙ্গার’-এ ফার্স্ট রানার আপ হওয়ার পর ঠিক করেছিলাম এবার ন্যাশানাল প্ল্যাটফর্মে যাব। লক্ষ্য ছিল ‘ইন্ডিয়ান আইডল’। 

‘সুপার সিঙ্গার’-এ উইনার না হতে পারায় খারাপ লেগেছিল?

একটা রিয়্যালিটি শো তে সবাই তো উইনার হতে পারে না। একজনই হবে। তার মানে বাকিরা অসফল, এটা আমি বিশ্বাস করি না।  

অডিশনের দিনটা কেমন ছিল?

প্রথম দিনটা তো দারুণ ছিল। একটুও নার্ভাস ছিলাম না। গান গাওয়ার আগে জাজেদের সঙ্গে অনেক কথা বলেছিলাম। বোধহয় সেই কারণেই ভয়টা কেটে গিয়েছিল।কিন্তু থিয়েটার রাউন্ডে বেশ নার্ভাস ছিলাম, সেটা যে কেন হয়েছিল এখনও বুঝতে পারি না।

আর ফিনালের দিন?

ফিনালে খুব হেকটিক ছিল।নার্ভাস তো ছিলামই। এনজয়ও করছিলাম।

ছোটবেলা থেকেই গান শেখার শুরু নিশ্চয়ই?

মায়ের উৎসাহেই চারবছর বয়সে গান শেখা শুরু করি। ছোটবেলায় পাপিয়া সমাদ্দারের কাছে শিখেছি। তারপর শিবানী ম্যাম। সৌরভ ঘোষাল, আচার্য জয়ন্ত বোস-এর কাছেও তালিম নিয়েছি। এখন ললিত কলায় সীমন্ত সরকারের কাছে শিখছি।

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে কী শিখলেন?

প্রথমেই শিখেছি, কীভাবে প্রফেশনাল হতে হয়। ওখানে থাকতে থাকতে পুরো গ্রুমিং হয়েছে আমার। কথাবলা, বডি ল্যঙ্গোয়েজ সবকিছুই বদলে গিয়েছে। প্রত্যেকদিন মেন্টরদের থেকে গান শিখেছি। কীভাবে পারফরম্যন্স আরও ভাল করা যায়, তার টিপস পেয়েছি।

উইনার হওয়ার পর জীবন কতটা বদলাল?

মাত্র কয়েকদিন তো হল, তবে ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে। ‘সুপার সিঙ্গার’ করার পর বাংলার মানুষের কাছে পরিচিতি পেয়েছি। এখন তো সেই পরিচিতি ন্যাশানাল লেভেলে। সোশ্যাল মিডিয়ায় কানেকশান স্ট্রং হয়েছে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে।

সকাল থেকে রাত পর্যন্ত রুটিন কী ছিল?

১১ টা থেকে রিহার্সাল শুরু হয়ে যেত বিকেল অবধি চলত। মাঝে একটা লা্ঞ্চ ব্রেক। আবার রিহার্সাল। তারপর আড্ডা। যেদিন টেক থাকতো অনেক সকালে উঠতে হত। এই সময়টা বাবা-মা আমার সঙ্গে মুম্বইতেই ছিলেন। ওঁদের সঙ্গেও সময় কাটাতাম।

আপনি এখন সেলিব্রটি, কিন্তু উইনার হওয়ার আগে তো এই মঞ্চে অনেক অভিনেতা-গায়ক এসেছেন, কতটা এক্সসাইটেড ছিলেন?

যখন শুনেছিলাম সুখবিন্দরজি আসবেন খুব এক্সাইটেড ছিলাম। কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমারকে দেখে, ওঁদের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে। 

আপনি কাউকে এক্সপেক্ট করেছিলেন?

না। আমরা তো জানতে পারতাম না কে কবে আসছেন।

কিন্তু সেলিব্রিটিদের ছবির গান তো প্রিপেয়ার করতে হত?

শুটের আগের দিন জানতে পারতাম। আর স্পেশাল এপিসোডের আগে যিনি আসছেন তাঁর ছবির গান প্র্যাকটিস করতে হত। তখন বুঝতে পারতাম। 

প্লে-ব্যাক তো করলেন, আর কী প্ল্যান আছে?

বিশালজির সঙ্গে কাজ করব। বাদশা স্যরের সঙ্গেও কথা হয়েছে।

এখন তো মঞ্চ অনুষ্ঠানের প্রস্তাবও অনেক?

হ্যাঁ। এটা তো করতেই হবে। আফটার অল এটাই ব্রেড অ্যান্ড বাটার। মে মাসে ইউ কে, জুনে নেদারল্যান্ডস তারপর ইউএসএ। 

এই মঞ্চ আপনার আর একটা নাম দিয়েছে ‘ড্রামা-কুইন’, অভিনয়ের প্রস্তাব পেয়েছেন?

শ্রেয়া ম্যাম নামটা দিয়েছিলেন। আমারও শুনতে ভাল লাগত। উনি ঠিকই বলতেন। ‘সুপার সিঙ্গার’-এর পর একটা ধারাবাহিকে কাজ করার অফার পেয়েছিলাম আমার অভিনয়টা ঠিক আসে না। 

বাংলা ছবিতে প্লে-ব্যাকের অফার পেলেন?

এখনও পাইনি, তবে পাব। ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনুপম রায়-এর কম্পোজিশন ভাল লাগে। আর শিলাজিৎদা (মজুমদার) যদি আমার জন্য কোনও গান কম্পোজ করেন, দারুণ হবে। 

পাকাপাকিভাবে মুম্বই কবে যাচ্ছেন?

এখনও প্ল্যান করিনি। আগামী দু’মাস কলকাতা-মুম্বই করতে হবে। যেদিন মনে হবে এবার ফাইনালি মুম্বই যাওয়ার জন্য রেডি, সেদিন যাব। তবে কলকাতাকে একেবারে ছেড়ে যাব না। আমি চাই দুটো শহরেই আমার বাড়ি থাকুক।

মুম্বই মিউজিক ইন্ডাস্ট্রিটা কেমন, কী বুঝলেন?

জগতটা অনেক বড়। প্রতিযোগিতাও অনেক বেশি। তাই প্রচুর স্ট্রাগল করতে হবে। মুম্বই টাফ, বাট আই অ্যাম রেডি ফর ইট।

রিয়্যালিটি শো নিয়ে অনেক বিতর্ক আছে, অটোটিউন, স্ক্রিপ্টেড এইসব অভিযোগও আছে, আপনি কী বলবেন?

এত সহজ হলে তো হয়েই যেত। তাহলে এত চেষ্টা, অডিশন এসব কিছুই হত না। যে পারফরম্যান্সটা দর্শক দেখেন,সেটা ওয়ান টেক। কিছুই এডিট হয় না। লাইভ পারফরম্যান্সের উপরই জাজমেন্ট হয়।কিছুই স্ক্রিপ্টেড নয়। 

মানসীর আর কী স্বপ্ন আছে?

দীপিকা পাড়ুকোনের জন্য গাইতে চাই। উনি এই শো তে এলে প্রশ্ন করতাম, ম্যাম, আপনার জন্য গাইবার সুযোগ কবে পাব?


indian idolmanasi ghoshexclusivesinger

নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

সোশ্যাল মিডিয়া