
বুধবার ২১ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই: সম্প্রতি, ভৌতিক ছবি 'ছোড়ি ২'-এ দেখা গিয়েছে অভিনেত্রী সোহা আলি খানকে। ছবিতে ভুতের কাহিনির সাক্ষী হলেও বাস্তবেও কি ভৌতিক ঘটনার অভিজ্ঞতা আছে শর্মিল-কন্যার? সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী।
সোহা বলেন, তাঁদের পৈত্রিক বাড়ি পিলি কোঠিতেই এমন ঘটনা ঘটেছিল। সোহা জানিয়েছেন, তাঁদের পরিবার পতৌদি প্রাসাদে বসবাসের আগে পৈতৃক বাড়িতে থাকতেন। যে বাড়িটির নাম পিলি কোঠি।
সোহা জানান, সেখানেই তাঁর প্রপিতামহীকে একবার ভূত চড় মেরেছিল বলে জানা যায়। এমনকী তাঁর মুখে সেই মারের চিহ্নও থেকে গিয়েছিল। এর ফলে স্বাভাবিকভাবেই পুরো পরিবারকে আতঙ্কিত হয়ে পড়ে। এরপরই তাঁরা সেই রাতেই ব্যাগপত্র গুছিয়ে পতৌদি প্রাসাদে চলে যায়। তারপর থেকে সকলে পতৌদি প্রাসাদেই থাকতেন।
সোহা বলেন, "পুরো বিষয়টিই বড়দের কাছ থেকে শুনেছি। সেই ঘটনা প্রকৃতপক্ষেই ঘটুক বা না ঘটুক, ওই জায়গাটি কিন্তু এখনও খালি। আর ওই বাড়ি পতৌদি প্রাসাদের ঠিক পাশে এখনও পরিত্যক্ত হয়েই রয়ে গিয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কোনও এক অজ্ঞাত কারণে ওই জায়গাটি কিন্তু কেউ দখলও করেনি।"
‘থরথর করে কেঁপেছি কিন্তু হার মানিনি…’— জামিন পাওয়ার পর বিস্ফোরক বার্তায় আর কী কী বললেন নুসরত?
অবসাদে ভুগছেন হৃতিক রোশন? কিডনির সমস্যার সঙ্গে মানসিক সমস্যার তুলনা করে কী বার্তা দিলেন ‘কবীর’?
‘আমি না থাকলেও চলবে, পরেশ রাওয়াল ছাড়া অসম্ভব!” ‘হেরা ফেরি ৩’-র ভবিষ্যৎ কী তবে? মুখ খুললেন সুনীল
আসছে রণদীপের ‘কুকরি’, কীভাবে ফস্কে গিয়েছিল শাহরুখের নায়িকা হওয়ার সুযোগ? মুখ খুললেন ঋদ্ধি ডোগরা
কিয়ারা আদবানির নিতম্বের ছবি দেখিয়ে যৌনগন্ধী মন্তব্য রাম গোপাল বর্মার! ছি ছি করে চোখ ঢাকছে নেটপাড়া
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!