নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন গল্পের ভিড়ে জায়গা করে নিচ্ছে পারিবারিক গল্পও। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের নানা গল্প এই মুহূর্তে দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। মা ও দুই ছেলের মিষ্টি সম্পর্কের গল্প বলতে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক।
প্রযোজনায় 'অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে আসছে এই মেগা। গল্পে মায়ের চরিত্রে থাকবেন অঞ্জনা বসু। বড়ছেলের চরিত্রে সায়ন মুখোপাধ্যায় ও ছোটছেলের চরিত্রে আর্য দাশগুপ্তকে দেখা যাবে।
জানা যাচ্ছে, দুই ভাইয়ের সঙ্গে মায়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠলেও থাকতে পারে ত্রিকোণ প্রেমের গল্পও। সূত্রের খবর, ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে তানিষ্কা তিওয়ারিকে। এর আগে দর্শক তাঁকে 'শ্রীমাণ পৃথ্বীরাজ', 'গাঁটছড়া' সহ বহু ধারাবাহিকে দেখা গিয়েছে। তবে এই প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যাবে তানিষ্কাকে। গল্পে সায়নের বিপরীতে দেখা যাবে তাঁকে। কিন্তু আর্যর সঙ্গেও কী থাকবে কোনও লুকনো সম্পর্ক? তা যদিও এখনও খোলসা নয়।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে তারকাদের লুক সেট। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ধারাবাহিকের নাম। অঞ্জনা বসু, সায়ন, আর্য ও তানিষ্কা ছাড়াও ধারাবাহিকে থাকবেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। চলতি বছরের মাঝামাঝি সময়ে সম্প্রচারিত হবে এই নতুন মেগা।
