নিজস্ব সংবাদদাতা: শাকিবের ‘প্রিয়তমা’ই হয়ে গিয়েছে ভারতের ইধিকা পালের নাম। ইধিকার ছবির জগতে যাত্রা শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে। ‘প্রিয়তমা’ ছবির পর আবারও অভিনেতার হাত ধরে নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। জন্মদিনে কলকাতা থেকে নায়ককে ‘এক পৃথিবী শুভেচ্ছা’ জানিয়েছেন ইধিকা পাল।

 


সমাজমাধ্যমে লিখেছেন, ‘এক পৃথিবী শুভেচ্ছা রইল জন্মদিনের! আপনি এমন করেই মানুষের মনের মণিকোঠায় 'মেগাস্টার'হয়ে থাকুন। সমাদরে থাকুন, ভালবাসায় থাকুন; একদিন, প্রতিদিন শুভ জন্মদিন।’

 

 

আজকাল ডট ইন-কে ইধিকা জানান, শাকিব খানের সঙ্গে কাজ করা তাঁর জীবনে বড় উপলব্ধি। অভিনেত্রীর কথায়, "প্রথম ছবি এত বড় মাপের একজন অভিনেতার সঙ্গে, কিন্তু কিছুতেই সেটা বুঝতে দেননি আমাকে। প্রথমে ভেবেছিলাম, খুব অ্যাটিটিউড হবে, কিন্তু শাকিব সেই ধারনা ভেঙে দিয়েছিলেন।"

 


ইধিকা আরও বলেন, "শাকিবের অনেক অনুরাগী রয়েছে দেশজুড়ে। আমিও তাঁদের মধ্যে একজন। কিন্তু নায়কের প্রতি প্রেম জাগেনি মনে, কারণ কাজটা খুব মন দিয়ে করেছিলাম। জন্মদিনে চাই, খুব ভাল কাজ করুক শাকিব। আরও অনুরাগী সংখ্যা বাড়ুক।"