শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

Tollywood: পুজোমুক্তি হিসেবে খাতা খুলেই ছক্কা ‘রক্তবীজ’-এর, ভিক্টর-অনসূয়া-আবীর-মিমি অনবদ্য

নিজস্ব সংবাদদাতা | ২০ অক্টোবর ২০২৩ ১৮ : ৪০


উপালি মুখোপাধ্যায়: এবছরের ট্রেন্ড, পুজো বনাম বিনোদন। একদিকে, শ্রীভূমি, নলিনী সরকার স্ট্রিট, বোসপুকুর শীতলা মন্দির, ত্রিধারা সম্মিলনীর ঠাকুরের আকর্ষণ। অন্যদিকে, চার চারটে ছবি দাপিয়ে বেড়াচ্ছে বাংলা বাজারে। চারটেই বড় বাজেটের। প্রথম সারির প্রযোজনা সংস্থার। এবং তারায় তারায় খচিত। ঠিক পুজো প্যান্ডেলগুলোর মতোই হাড্ডাহাড্ডি লড়াই। কে প্রথম স্থানে? তাই নিয়ে জল্পনা। সেই অলিখিত যুদ্ধে সামিল হতে শহরবাসীর বড় অংশ সকালের শো থেকে প্রেক্ষাগৃহে। বিনোদনপ্রিয় বাঙালির সৌজন্যে প্রত্যেক শো-এ হাউসফুল বোর্ড ঝুলেছে। ঠাকুর দেখার মতো ছবি দেখার জন্যও লম্বা লাইন। এবারের পুজোমুক্তির অন্যতম ছবি উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘রক্তবীজ’। ২০২৩ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনে মনে রাখার মতো বছর। এবছর তাঁদের প্রথম পুজোমুক্তি। প্রথম অ্যাকশন প্যাকড থ্রিলার। সেই ছবিতে ভিক্টর বন্দোপাধ্যায়ের প্রত্যাবর্তন। এবং প্রথম দিন থেকে ‘ফার্স্ট বয়’-এর তকমা ছবির গায়ে। এবার প্রশ্ন, সৃজিত মুখোপাধ্যায়ের মতো থ্রিলার স্পেশালিস্ট যেখানে হাজির, ‘২২শে শ্রাবণ’, ‘ভিঞ্চিদা’র ‘কম্বো প্যাক’ ‘দশম অবতার’-এর মতো ছবি ময়দানে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যর মতো তারকা যে ছবিতে রয়েছেন সেখানে নন্দিতা-শিবু বাজি মারলেন কীভাবে? ছবি বলছে, পরিচালকজুটির আস্তিনে একের পর এক তুরুপের তাস। এক, ছবির গল্প। সেখানে একযোগে পুজোর আবহ এবং খাগড়াগড় বিস্ফোরণের মতো স্পর্শকাতর বিষয়। দুই, ভারতের তদানীন্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই ভূমিকায় ভিক্টর। তিন, আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তীর যুগলবন্দী। তাঁদের ঘিরে অনসূয়া মজুমদার, পার্থসারথি দেব, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবলীনা কুমার, দেবাশিস মণ্ডলের মতো অভিনেতা। চার, ছবির একমুঠো গান। পাঁচ, দুই নারী জিনিয়া সেন এবং শর্বরী ঘোষালের তরবারির মতো ধারালো কলম। যার জোরে টানটান চিত্রনাট্য, ঝকঝকে সংলাপ। এবং এঁদের মুন্সিয়ানাতেই ছবির শেষ দৃশ্যেও রহস্য-রোমাঞ্চ উপচে পড়েছে। ছয়, মারকাটারি অভিনয়। এবং ‘লাস্ট বাট নট দ্য লিস্ট’.... দুই পরিচালকের মুন্সিয়ানা। থানায় অনেক সময় পুরনো মামলা নতুন করে খোলা হয়। সেটাই হয়েছে পর্দায়। ২০১৪-র বোমা বিস্ফোরণ। ২০২৩-এ তার নেপথ্য কারণ উন্মোচন। কুর্নিশ পরিচালকদের। সবাই সারা বছর অপেক্ষার পর চারটে দিন পুজোর আনন্দে মাতেন। এই দিনগুলোর দিকেই সন্ত্রাসবাদীদের নজর। যেমন হয়েছিল ৯ বছর আগে। মীরপুরে, রাষ্ট্রপতির বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরে সন্ত্রাসবাদীদের ঘাঁটি। দেশের প্রথম নাগরিকের প্রাণনাশের ছক। তাকে ঘিরে কেন্দ্র-রাজ্যর হাত-মেলানো। এই খবর সেই সময়ের খবরের কাগজের পাতায় প্রতিদিন ফলাও করে বেরিয়েছে। পর্দা তা হলে নতুন কী দিল? দুর্গতিনাশিনী কি অসুরনিধন করেছিলেন? প্রশাসন জিততে পেরেছিল? রাষ্ট্রপতির প্রাণ বাঁচল কী করে? মূল কালপ্রিট কে? প্রশ্নের উত্তর দিয়ে দিলে ছবি দেখাই মাটি। তাই উত্তর তোলা থাক পর্দার জন্য। এবার অভিনয়। প্রথম জুটিতেই আবীর-মিমি কাঁপিয়ে দিয়েছেন। আবীর অ্যাকশনে পটু গোয়েন্দা চরিত্রে অভিনয়ের সুবাদে। কিন্তু মিমি! তাঁর মারকাটারি মেজাজ, বাঁশের বেড়া টপকানো, পিস্তল ধরা, বাইক চালানো— সব মিলিয়ে পর্দাজুড়ে তাঁর ‘দাদাগিরি’! তারই ফাঁকে, না বলা প্রেমের আভাস ‘পঙ্কজ সিংহ’-‘সংযুক্তা মিত্র’র। ভিক্টর, অনসূয়া প্রমাণ করে দিয়েছেন, তাঁরা ‘খাঁটি সোনা’। এর আগে ‘রঙ্গবতী’ নেচে তুলকালাম করেছিলেন দেবলীনা। এবার অভিনয় গুণে। সত্যমের সঙ্গে পর্দায় তাঁর প্রেম কী মিষ্টি! অম্বরীশ, কাঞ্চনের অভিনয় নিয়ে নতুন করে বলার কী আছে? বাকি দেবাশিস মণ্ডল। অনেকদিন পরে বাংলা ভয় ধরানো অভিনেতা পেল। কেন দেবাশিসকে দেখে ভয় পাবেন? এটাও না হয় পর্দার জন্য তোলা থাক। অ্যাকশন থ্রিলারে সাধারণত গান থাকে না। বা কম থাকে। ব্যতিক্রম সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর ছবি। সেখানে গান আর অ্যাকশন ভাইভাই! নন্দিতা-শিবু এই জায়গাতেও সফল। ‘কেন গোবিন্দ দাঁত মাজে না’ এবারের ‘ভাসান নাচ’। গানটাও যেন অঙ্কুশ হাজরার জন্যই তৈরি। বাজিমাত করেছেন নন্দী সিস্টার্স। দোহার-সহ প্রত্যেকটি গান মনে রাখার মতো। সম্পাদনা, মারামারি, পুজো আর মাটির গন্ধ মাখা গ্রামবাংলার দৃশ্য ভীষণ জীবন্ত। বরাবরের মতো এই ছবি দিয়েও উইন্ডোজ প্রযোজনা সংস্থা একাধিক বার্তা দিয়েছে। এক, প্রশাসন চাইলে সব সন্ত্রাস মুছতে পারে। কোনও প্রাণহানি না ঘটিয়ে। দুই, শহরের মতো গ্রাম বাংলাও এবার বিধবা বিবাহে এগিয়ে আসুক। ছবি: সৌজন্যে উইন্জোজ প্রযোজনা সংস্থা




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

Breaking: টেকনিশিয়ানে বিরাট কাণ্ড!অনুপস্থিত টেকনিশিয়ান, এই দায়িত্ব পালন করবেন পরিচালকেরা! শুটিং হবেই ,দাবি পরিচালকদের...

Kanchan Mallick: ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক, কোন চরিত্রে ধরা দেবেন অভিনেতা?...

Exclusive: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমদিনের শুটিংয়ে রাহুল মুখোপাধ্যায়, এসভিএফ-এর সিদ্ধান্তে পরিচালকের আসনেই দ...

Music: ভালবাসার রং ধরে রাখতে পারবে 'বকুল ফুলের মালা'? সৃজনে প্রলয় ও উৎস ...

Friday Web Platform: বছরভর থাকবে একগুচ্ছ ওয়েব সিরিজ, 'ফ্রাইডে'র তালিকায় রয়েছে সৃজিত থেকে অরিন্দম শীল, শ্রীলেখা...

Farah Khan: মাকে হারিয়ে শোকস্তব্ধ ফারাহ খান, সান্ত্বনা দিতে পাশে থাকলেন বান্ধবী রানী মুখার্জী ...

Dilip Kumar: দিলীপ কুমারের বাংলো ভেঙে তৈরি হল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, সুপারস্টারের শেষ স্মৃতি বিক্রি হল কত টাকায়? ...

Breaking: পরিচালক নয়,ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকাতেই থাকতে হবে রাহুল মুখোপাধ্যায়কে? কবে থেকে শুটিং? কী জানাল টলিউড ফ...

Ranojoy Bishnu: ‘সব মিথ্যে , যাঁরা বলছে তাঁরা মানুষ?’ প্রশ্ন তুলে রণজয়ের সতর্কবাণী 'এবার আইনি পদক্ষেপ করতে বাধ্য হব...

Exclusive : পরিচালনায় রাহুল থাকবেন নয়তো ইস্তফা দেবেন পরিচালকরা? ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের মিটিংয়ে ফেডারেশনের বিরুদ্ধে...

Rahool Mukherjee: ‘ক্লাসের বাইরে শাস্তি’ পাওয়া পরিচালকের সমর্থনকারীদের একহাত নিলেন রাণা, জবাবে ‘শক্তিগড়ের ল্যাংচা’র কথা ...

Shafin Ahmed: স্তব্ধ হল ‘ফিরিয়ে দাও’, শ্রোতাদের ‘নিঃস্ব’ করে না ফেরার দেশে ‘মাইলস’খ্যাত সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ...

Rahool Mukherjee: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে কি উঠবে নিষেধাজ্ঞা না কি হস্তক্ষেপ করবেন মুখ্যমন্ত্রী? মুখ খুললেন...

Iman-Keshab: ডান্স ফ্লোরে আবার ঝড় তুলবে কেশব-ইমনের নতুন বাংলা গান, সঙ্গী কে থাকছেন জানেন?...

Tiger Vs Pathaan: সিদ্ধার্থের নির্দেশে লড়াইয়ের প্রস্তুতি শুরু ‘টাইগার’ ও ‘পাঠান’-এর? হইচই শুরু নেটপাড়ায়...

Shah Rukh Khan : মাদকাসক্ত ছিলেন প্রীতি জিন্টা? প্রকাশ্যে শাহরুখ কী বলেছিলেন অভিনেত্রীকে? ...

Uttam Kumar: উত্তমকুমার আজ থাকলে টলিপাড়ার এই বিরাট নায়কদের দেখে পালিয়ে যেতেন: বিপ্লব চট্টোপাধ্যায়...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া