নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন অহনা দত্ত। তাঁর নাচ থেকে অভিনয় দর্শকের মন জয় করেছে। মায়ের অমতে বিয়ে করায় চর্চায় উঠেছিলেন অহনা। দীপঙ্কর রায়ের সঙ্গে সুখেই সংসার করছেন অভিনেত্রী। সঙ্গে চালিয়ে যাচ্ছেন কাজ।
২০২৩-এর ১৩ ডিসেম্বর আইনি মতে বিয়ে সেরেছিলেন অহনা। নিজেদের ফ্ল্যাটেই বসেছিল বিয়ের আসর। প্রেমিকের জন্য মায়ের সঙ্গে সম্পর্কে দূরত্বও তৈরি হয়েছিল তাঁর। কিন্তু কোনও ভাবেই প্রেমে রাশ টানেননি অহনা।
এবার দুই থেকে তিন হতে চলেছেন অহনা-দীপঙ্কর। সন্তান আসার সুখবর সমাজমাধ্যমে ভাগ করেছেন জুটিতে। সমুদ্র সৈকতে 'বেবি বাম্প' আগলে একটি ছবি ভাগ করেছেন অহনা। সঙ্গে জানিয়েছেন চলতি বছর জুন মাসেই ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান।
