শনিবার ০৯ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: ‘ফিরে এসো’ আমার জীবনগান নয়, ‘প্রধান’-এ পরানদা-দেবের নতুন রসায়ন: অনুপম রায়

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯ : ১১


দিন এগোচ্ছে। দেব অধিকারীর অনুরাগীরা কর গুনছেন। ২৫ ডিসেম্বর তাঁদের প্রিয় নায়কের জন্মদিন। এবছর দু’দিন আগে ২২ ডিসেম্বর জন্মদিনের উদযাপন শুরু। নতুন ছবি ‘প্রধান’ দিয়ে। পরিচালনায় অভিজিৎ সেন। প্রযোজনায় অতনু রায়চৌধুরী, প্রণব গুহ এবং স্বয়ং দেব। শুক্রবার শহরের প্রথম সারির শপিং মলে মুক্তি পেল তার একটি গান, ‘ফিরে এসো’। উদযাপনে উপস্থিত মমতা শঙ্কর, অনির্বাণ চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু-সহ ‘প্রধান’ পরিবার। বরাবরের মতো নিজের লেখা, সুর দেওয়া গান তিনি নিজেই গেয়েছেন। এবং গানমুক্তির আগেই ‘ফিরে এসো’ ভাইরাল। শ্রোতা অনুরাগীরা এই গানে আরও একবার অনুপমের জীবনের ছায়া দেখতে পেয়েছেন। যদিও তাঁর দাবি, এই গান তাঁর জীবনগান নয়। পরান বন্দ্যোপাধ্যায়-দেবের নতুন রসায়ন। 



দেব নিজের ছবির গানের প্রচারে। উন্মাদনার পারদ চড়াতে এটুকুই যথেষ্ট। শপিং মল থমকে গিয়েছে তাঁকে ঘিরে। একমুখ চাপদাড়ি-গোঁফ। পরনে সাদা টিশার্ট, ডেনিম জ্যাকেট আর জিন্স। ছবির গানের তালে তিনি নাচছেন। আট থেকে আশি উত্তেজনায় টগবগিয়ে ফুটছেন! এদিন পর্দায় গানমুক্তির পরেই অনুপম নিজে গেয়ে শোনান ‘ফিরে এসো’। গান থামতেই ভিড় থেকে একটাই বার্তা, ‘‘অনুপমদা, আজীবন এভাবেই গেয়ে যান।’’ রথীজিৎ ভট্টাচার্যও এদিন তাঁর গাওয়া ছবির একটি গান পরিবেশন করেন। 



মঞ্চ থেকে নেমে অনুপম আজকাল ডট ইনের মুখোমুখি। ছবির গান নিয়ে কী বলবেন? গীতিকার-সুরকার-শিল্পীর মতে, ‘‘গানটা সম্পর্কের কথা তুলে ধরবে। পরান বন্দ্যোপাধ্যায় আর দেবের রয়াসনের গল্প বলবে। ছোট ছোট কোলাজে মানুষের পারস্পরিক আদানপ্রদানকে মেলে ধরবে। হৃদয়ছোঁয়া গান। আশা, দর্শকদের ভাল লাগবে।’’ কিন্তু অনুরাগী শ্রোতারা যে এই গানে অনুপমের জীবনযন্ত্রণা খুঁজে পাচ্ছেন! ‘‘কোনও প্রশ্নই নেই’’, দাবি তাঁর। সাফ বললেন, ‘‘মিল পাওয়ার কথাই নয়। কারণ, এই গান পরানদা-দেবকে নিয়ে লেখা। অনেক আগে তৈরি হয়ে গিয়েছিল।’’



আজকাল ডট ইন কথা বলেছিল পরিচালকের সঙ্গেও। এ ছবিতে মোট চারটি গানটি। তিনটি মুক্তি পেয়েছে। রথীজিতের গানমুক্তি বাকি। তাঁর আগের দুটো ছবিতেও গান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবারেও কি আরও একটু বেশি? অভিজিতের জবাব, ‘‘আমার ছবি গান শুধুই গান হয়ে থাকে না। ছবির অংশ হয়ে ওঠে। দৃশ্য জীবন্ত করতে। এবারেও তাই। এবার রথীজিৎ ছাড়াও শান্তনু মৈত্র, অনুপম রায় রয়েছে।’’ গানের দায়িত্বে তিনজন। বাড়তি জৌলুস কি ছবির বাণিজ্যিক দিককে আরও পোক্ত করতে? পরিচালকের যুক্তি, ‘‘একেবারেই না। শান্তনুদার সঙ্গে আমার পরিচয় ‘লগে রহো মুন্নাভাই’ থেকে। ফলে, ওঁর সঙ্গে কাজের বহুদিনের ইচ্ছে। এই ছবিতে শান্তনুদা খুব মিষ্টি সুর করেছেন। দেব-সৌমিতৃষার প্রেম ধরা পড়বে গানে। একই জায়গায় অনুপমও। ওঁকে নিয়েও কাজ হল। রথীজিৎ টাইটেল ট্র্যাক গেয়েছেন।’’