শনিবার ২২ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৮ : ১৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ইন্ডিপেন্ডেন্ট ছবির ভবিষ্যৎ নিয়ে যখন সরব হয়েছিল টলিপাড়া। ঠিক সেই সময় এনএবিসি-এর প্রতিযোগিতামূলক বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়ে নজির গড়েছিল অভিজিৎ চৌধুরীর ছবি 'ধ্রুবর আশ্চর্য জীবন'।
গত ডিসেম্বরে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বেঙ্গলি প্যানোরমা' বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কার পেয়েছে ছবিটি।
ছবির পরিচালক অভিজিৎ চৌধুরীর কথায়, "আমাদের মধ্যবিত্ত জীবন প্রায়ই একটা প্রশ্নের সামনে এসে দাঁড়ায় - আদর্শ আঁকড়ে থাকা না সময়ের সঙ্গে এগিয়ে চলা? এই প্রশ্নের উত্তর দেবে ছবিটি। 'ধ্রুবর আশ্চর্য জীবন'-এ জীবনের চারটি অধ্যায়ের গল্প বলা হয়েছে। চারটে অধ্যায়ে যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য , বিনোদ বিহারী মুখার্জ্জির মতো চারজন কিংবদন্তি বাঙালি শিল্পীকে সম্মান জানানো হয়েছে।"
ছবির মুখ্য চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা ঋষভ বসু। এছাড়াও ছবিতে কোরক সামন্ত, দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিকা পাল, সুদীপ মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, বাদশা মৈত্র, আনন্দরূপা চক্রবর্তী, সেঁজুতি মুখোপাধ্যায়, প্রেরণা দাসকে দেখা যাচ্ছে। চিত্রনাট্য এবং পরিচালনা দুইয়ের দায়িত্বই ছিল অভিজিৎ চৌধুরীর।
গল্প এগোয় 'ধ্রুব'র জীবনে ঘটে চলা কিছু ঘটনাকে কেন্দ্র করে। এই ছবিতে বাংলার নবজাগরণের সঙ্গে যুক্ত চার জন চিত্রশিল্পীর আঁকা ছবির যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্র ধরে এগোয় চিত্রশিল্পী 'ধ্রুব'। জীবনের কিছু সিদ্ধান্ত ওলোটপালট করে দেয় পরিস্থিতি। ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে ঋষভ বসু বলেন, "ছবিটি আমার খুব কাছের। এমন একটা গল্প যা দর্শকের কাছে পৌঁছে যাওয়া খুব জরুরি। এনএবিসি-তে ছবিটি তিনটি বিভাগে সেরার সেরা পুরস্কার পেয়েছে। সেরা ছবি, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতার পুরস্কার আমি পেয়েছি।"
কোরক সামন্তের কথায়, "ছবিতে আমার চরিত্রটি 'ধ্রুব'র একজন খুব কাছের বন্ধুর। এই গল্পে একটা রসদ রয়েছে যা একটু অন্যরকম। আশা করি দর্শকের কাছে পৌঁছতে পারলে খুব ভাল প্রতিক্রিয়া পাওয়া যাবে।"
প্রসঙ্গত, অভিজিৎ চৌধুরীকে এর আগে 'মান ভঞ্জন', 'টুরু লাভ'-এর মতো ছবির পরিচালনায় দেখা গিয়েছে। ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট ও কনসেপ্ট কিউবের ব্যানারে ২৮ ফেব্রুয়ারি মুক্তির পরিকল্পনায় রয়েছে 'ধ্রুবর আশ্চর্য জীবন'। ছবিটি নিবেদন করছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।
নানান খবর

নানান খবর

গোবিন্দার মেয়ে হয়েও কেন বলিউডের সুযোগ পান না? নিজের মুখে কোন গোপন সত্যি ফাঁস করলেন টিনা?

সুরের পাশাপাশি অভিনয়েও 'সেরা' অন্বেষা, পঞ্চম সপ্তাহেও রমরমিয়ে চলছে গায়িকার প্রথম ছবি 'হামসাজ'

'জীবন যুদ্ধে পাশে আছি'-জন্মদিনে রণজয়কে আদুরে বার্তায় আর কী বললেন শ্যামৌপ্তি?

'গৌরাঙ্গ'-এর প্রস্তুতি তুঙ্গে দিব্যজ্যোতির, 'সূর্য'কে ছাড়াই কি এগোবে গল্প! ১০০০ পর্বেই কী শেষ হবে 'অনুরাগের ছোঁয়া'?

প্রেরণা নয়, 'অনুরাগের ছোঁয়া'র অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ইউটিউবার সৈকত দে! জানেন কে?

'টাকা আর শোয়ার নেশায়..'অহনাকে নিয়ে বিস্ফোরক মা চাঁদনী! সায়ন্ত মোদকের সঙ্গে জামাই দীপঙ্করের তুলনা করে কী বললেন?

একটি গান লিখেও করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছেড়ে বেরিয়ে এসেছিলেন জাভেদ আখতার! কেন জানেন?

আচমকা বাতিল ‘সিকান্দর’-এর বিরাট সব প্রচার অনুষ্ঠান! তাহলে ছবি প্রচারের ঝড় কোথায় তুলবেন সলমন?

‘পাঠান’-এর ‘জিম’ কি শেষপর্যন্ত ফিরছে? হচ্ছে স্পিন-অফ? মুখ খুললেন জন আব্রাহাম!

Exclusive: মুক্তি পেল ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’র পোস্টার, মিঠুন-অঞ্জনের দ্বন্দ্ব কতটা জমবে পর্দায়? হদিস দিলেন পরিচালক

Exclusive: সত্যজিতকে শ্রদ্ধার্ঘ্য জানানো থেকে জন্ম-মৃত্যুর উপলব্ধি, বেনারসের স্মৃতিমেদুরতায় ডুব ঋষভের

শাহরুখ বনাম গাভাসকর: মনে আছে আইপিএলের ‘বাদশা’ বনাম ‘লিটল মাস্টার’-এর সেই বিস্ফোরক বিতর্ক?

বাংলার পর হিন্দিতে আসছে 'খাদান'! মুখ্য চরিত্রে নজর কাড়বেন কোন বলি তারকা?

'অনুপমা'র প্রস্তাব ফিরিয়ে দিলেন সাহেব চট্টোপাধ্যায়! নেপথ্যে কোন কারণ? কী জানালেন অভিনেতা?

‘এই নামের সিনেমা কেউ দেখে!’ – অক্ষয়ের কোন ছবির নাম শুনেই ক্ষোভে ফুঁসলেন জয়া বচ্চন?