সোমবার ২৪ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

Book Fair 2025: busy day for book publishers like Dey s Publication and Patra Bharati

বইমেলা | পূর্ণেন্দুর জন্মদিনে উপন্যাস সমগ্র প্রকাশ করল দে'জ, প্রথম রবিবারে চার সাহিত্যিককে সম্মাননা জ্ঞাপন পত্রভারতীর

AD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৪Abhijit Das


রিয়া পাত্র 

 

বইমেলার প্রথম রবিবার। সবে বিকেল শেষ হওয়ার মুখে। প্রি প্ল্যানড্ ভিড় বাড়ছে করুণাময়ীতে। সেই ভিড় দেখে অবশ্যই প্রকাশকদের মুখে হাসি। একই সঙ্গে ভিড় যত বাড়ে, তত বাড়ে ব্যস্ততা। একদিকে বইয়ের হিসেবনিকেশ, অন্যদিকে বইমেলা মানেই পরপর গ্রন্থপ্রকাশ, সম্মাননা জ্ঞাপন। সব মিলিয়ে রবিবারটা কেটে গেল ব্যস্ততায়, যেমনটা তাঁরা চেয়েছিলেন। 

পূর্ণেন্দু পত্রীর জন্মদিনে তাঁর উপন্যাস সমগ্র প্রকাশ

২ ফেব্রুয়ারি শিল্পী সাহিত্যিক পূর্ণেন্দু পত্রীর ৯৫তম জন্মদিন। তাঁর জন্মদিন তাঁরই ৯টি উপন্যাস দুই খণ্ডে প্রকাশ করল দে'জ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দে'জ এর কর্ণধার সুধাংশু শেখর দে, শুভঙ্কর দে, সাহিত্যিক নলিনী বেরা, অমর মিত্র, পূর্ণেন্দু পুত্র পূণ্যব্রত পত্রী। বই দু'টির সম্পাদক অমিত মণ্ডল। 

কেন আচমকা পূর্ণেন্দুর উপন্যাস নিয়ে কাজের ভাবনা? কলেজবেলা থেকে কথোপকথন পড়ে যে ভাল লাগার সূচনা, দিনে দিনে ফিকে হওয়ার বদলে বেড়েছে আসলে কয়েকগুণ। মাঝে পড়াশোনার জগতে, গবেষণার বিষয় হিসেবেও বেছে নিয়েছেন পূর্ণেন্দু পত্রীকে। তখনই বোঝেন, কোনও নির্দিষ্ট ভাগে নয়, তিনি আসলে প্রচ্ছদ থেকে ভিতরের পাতার ছোটগল্প, কবিতা, উপন্যাসে ছড়িয়ে রয়েছেন অসম্ভব সত্যি হয়ে। দে' জ পূর্ণেন্দু পত্রী নিয়ে কাজ করে চলেছে বহুদিন ধরেই। অমিতের দীর্ঘ খোঁজের শেষে ৯টি উপন্যাসকে দুই খণ্ডে প্রকাশ করল তারা। উল্লেখ্য, এই ৯টি উপন্যাসের মধ্যে তিনটি অগ্রন্থিত। 


কিশোর সাহিত্য সম্মান

পত্রভারতী এবং দীনেশচন্দ্র সেন্টিনারি ফাউন্ডেশন ট্রাস্ট পূর্বসূরিদের প্রতি উৎসর্গীকৃত 'কিশোর সাহিত্য সম্মান' প্রদান করল রবিবার। দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন দেবজ্যোতি ভট্টাচার্য, সাধনা স্মৃতি পুরস্কার পেলেন সুস্মেলি দত্ত, দিলীপ স্মৃতি পুরস্কার পেলেন কৃষ্ণেন্দু মণ্ডল, অনীশ দেব স্মৃতি পুরস্কার পেলেন অভীক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুমকি চট্টোপাধ্যায়, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত-সহ বিশিষ্ট জনেরা।


নানান খবর

নানান খবর

আইপিএল লাইভ স্কোর

রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া