শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১০ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা কুড়ি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলতে তখন টানেল থেকে বেরোচ্ছে মোহনবাগান। স্টেডিয়ামের বক্সে তখন গমগম করে বাজছে, ‘জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা’। প্রেস বক্স থেকে বেশির ভাগ সাংবাদিকরা তখন বাইরে বেরিয়ে এসেছেন। কারণ একটাই। মাঠের তিনদিক থেকে বেরিয়েছে তিনটে বিশাল টিফো। বেশ কিছু বছর ধরেই ভারতীয় ফুটবলে টিফো কালচার শুরু হয়েছে। কিন্তু চলতি মরশুমে মোহনবাগান সমর্থকরা সেটাকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। বেঙ্গালুরু ম্যাচে মোহনবাগান ক্লাবের অন্যতম ‘কিংবদন্তি’ টুটু বসুকে নিয়ে টিফো নামিয়েছিল ফ্যান ক্লাব মেরিনার্স এরিনা। সেখানে লেখা ছিল, ‘টুটু বোস, দ্য আনফরগটেন হিরো’। গত ২৩ জানুয়ারি জন্মদিন ছিল টুটু বসুর। তাঁকে শ্রদ্ধা জানিয়েই এই টিফো বানানো বলে জানিয়েছেন মেরিনার্স এরিনার সদস্যরা।
টুটু বসু দায়িত্বে থাকাকালীন প্রথম বিদেশি আনা থেকে শুরু করে ক্লাবের উন্নতিতে বারবার এগিয়ে এসেছেন তিনি। তাঁর জন্য ক্লাবের যা যা উন্নতি হয়েছে তারও একটা খণ্ডচিত্র রাখা হয়েছে মেরিনার্স এরিনার টিফোয়। তবে এদিনের সবথেকে বড় আকর্ষণ ছিল মেরিনার্স বেস ক্যাম্পের টিফোতে। আল্ট্রাসের তরফে জানানো হয়েছিল, বিশ্বের সবথেকে বড় হাতে আঁকা টিফো সামনে আনতে চলেছে তারা। সোমবার খেলা শুরুর আগে প্রকাশ্যে আসে সেই টিফো। গোলপোস্টের পিছনে বি-টু এবং বি-থ্রি গ্যালারি জুড়ে ২৫,০০০ স্কোয়্যার ফিটের বিশাল টিফোয় তুলে ধরা হয়েছিল ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের সেই কাহিনী। যা কিনা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। টিফোর নিচে লেখা ছিল, ‘আমাদের পরম্পরা, ঐতিহ্য শুধু ইতিহাস নয়, একটা গোটা দেশপ্রেমিক জাতির হৃদস্পন্দন’।
জানা গিয়েছে, এই বিশাল টিফো বানাতে খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা। রাতের পর রাত জেগে এই টিফো বানিয়েছেন বেস ক্যাম্পের সদস্যরা। পাশাপাশি, আরও একটি টিফো নেমেছিল দিমিত্রি পেত্রাতোসের সমর্থনে। চলতি মরশুমে খুব একটা ভাল ফর্মে নেই অজি তারকা। প্রথম দিকে সাবস্টিটিউট হিসেবে নামছিলেন। মাঝে প্রথম একাদশে শুরু করলেও চোট পেয়ে ছিটকে যান। খুব বেশি গোলও দেখা যায়নি তাঁর পা থেকে। তবে, গত মরশুমের সেরা ফুটবলারের পাশে যে বাগান জনতা রয়েছে তা প্রমাণ করে দিতেই এদিন টিফো নামানো হয় গ্যালারিতে। সেখানে বড় করে নয় লিখে তার ভেতর দিমির কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গিয়েছে। তাঁর সঙ্গে লেখা ছিল, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’। টিফোয় মোড়া যুবভারতীতে সোমবার বেঙ্গালুরুকে সমর্থকদের ভালবাসা ফিরিয়ে দিয়েছে মোহনবাগান। সাত পয়েন্টের তফাতে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
নানান খবর

নানান খবর

নিজেদের আন্ডারডগ ভাবতে হচ্ছে শেষে? কোপা দেল রে ফাইনালের আগে বার্সাকেই এগিয়ে রাখছেন অ্যান্সেলত্তি

পহেলগাঁও হামলার পর আইসিসি ট্রফিতেও আর পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত! এল বড় আপডেট

নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানোয় নীরজের দেশপ্রেম নিয়েই প্রশ্ন, মুখ খুললেন অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার

কোহলি টি-টোয়েন্টি ছাড়লেও টি-টোয়েন্টি তাঁকে ছাড়েনি, রাজস্থানের বিরুদ্ধে ঐতিহাসিক কীর্তি তারকা ব্যাটারের

৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে পাকিস্তান, পিএসএলে ভারতীয় কর্মীদের কড়া বার্তা

বড়সড় ধাক্কা খেল পিএসএল! ভারতে বন্ধ স্ট্রিমিং, বাটি হাতে বসার মতো অবস্থা হতে চলেছে পিসিবির

'মৃত্যু চাইছিলাম,' হঠাৎ কেন এমন বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

আবার ব্যান? আইপিএলের মধ্যেই বিস্ফোরক অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার