বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জানুয়ারী ২০২৫ ১২ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সইফ কাণ্ডে প্রধান অভিযুক্তকে হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মুম্বই পুলিশ তার নাগাল পেয়েছিল। ১৬ জানুয়ারি বান্দ্রার অভিজাত সৎগুরু শরণ আবাসনে পাঁচিল টপকে প্রবেশ করেন শরিফুল ইসলাম শেহজাদ ফকির। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি। নাম, মোহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তদন্তের মুখে অভিযুক্ত শেহজাদ জানিয়েছে সে বাংলাদেশের জেলা এবং জাতীয় স্তরের কুস্তিগির ছিল! বাংলাদেশে থাকাকালীন কম ওজনের ক্যাটিগরিতে কুস্তি লড়ত সে। জেলা ও জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল সে। পুলিশের ধারণা, কুস্তির অভিজ্ঞতা থাকার কারণেই সইফকে সহজে কাবু করতে পেরেছিল অভিযুক্ত। পুলিশের সূত্রে জানা গিয়েছে মূলত ডাকাতির উদ্দেশ্যে নিয়েই সইফের ফ্ল্যাটে ঢুকেছিল সে। এক কোটি টাকারও দাবি করে বলি-তারকার কাছে। না পেতেই এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে অভিনেতাকে। সাইফকে গুরুতর জখম করেই সে পালিয়ে যায়।
যদিও শরিফুলের বাবা মোহম্মদ রুহুল এ কথা স্বীকার করতে নারাজ। ধৃতের বাবার দাবি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ব্যক্তি ও গ্রেফতার হওয়ার শরিফুল এক মানুষ নন! সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুলের বাবা মহম্মদ রহুল আমিন দাবি করেন, ‘‘সিসিটিভি ক্যামেরায় যাকে দেখা গিয়েছে সে আমার ছেলে নয়। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।’’ শরিফুলের বাবার কথায়, ‘‘আমার ছেলে গত ৩০ বছরে কখনও চুল বড় করেনি। সিসিটিভিতে যাকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে আমার ছেলের চেহারার মিল নেই। আমার বিশ্বাস আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে।” আরও বলেন, “ও বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছে একটাই কারণে, বাংলাদেশের টালমাটাল অবস্থার জন্য। আমার ছেলের মুক্তির জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাহায্য চাইব।”
প্রসঙ্গত, মুম্বইয়ের থানে অঞ্চলের কাসারবাদালি থেকে শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। সইফের বান্দ্রার বাড়ি থেকে ওই জায়গাটির দূরত্ব প্রায় ৩৫ কিমি। এক শ্রমিক ঠিকাদারের মারফৎ খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে ধরতে। থানের একটি জঙ্গুলে অঞ্চলে শ্রমিকদের বসতিতে হানা দেয়। পুলিশ এসেছে শুনেই ওই জঙ্গুলে এলাকার ঝোপঝাড়ের মধ্যে গা ঢাকা দেয় অভিযুক্ত। প্রায় ৭ঘন্টা লুকোচুরির পর পুলিশের নাগালে আসে সে।
নানান খবর

নানান খবর

শাহরুখ-সলমনের সঙ্গে এক ছবিতে আমির! বাগদান সারলেন তেজস্বী-করণ?

বলিউডে নতুন অধ্যায় শুরু করলেন সারা! যিশু-কন্যাকে ফের কবে দেখা যাবে বড়পর্দায়?

ফেডারেশনের কোপে বন্ধ হল 'রাপ্পা'র শুটিং! বিষ্ণুপুরে পৌঁছেও ফিরছে টিম, কী হবে ছবির ভবিষ্যৎ?

দুর্ঘটনার কবলে ঐশ্বর্য রাই বচ্চন? অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনা সম্পর্কে কী জানা গেল?

ডুয়ার্সে প্রেমে ডুব কার্তিক-শ্রীলিলার! অনুরাগ বসুর পরিচালনায় উত্তরবঙ্গের সবুজ প্রেক্ষাপটে কী কী করলেন তারকা জুটি?

জিতের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আজও আমার মেয়ে আমাকেই দায়ী করে: স্বস্তিকা

কী করে সমাজমাধ্যমে এত বিখ্যাত ওরি? নেটপ্রভাবীর জনপ্রিয় হওয়ার পিছনে কীভাবে হাত রয়েছে ‘মহব্বতেঁ’ খ্যাত নায়িকার?

ভিকি নয়, ‘সর্দার উধম’-এ প্রথম পছন্দ ছিলেন এই বলি-তারকা! হাটে হাঁড়ি ভাঙলেন সুজিত সরকার

শিন্ডের পাশাপাশি রেহাই পেলেন না সুধা মূর্তি-ও, তাঁর ‘মেকি সরলতা’ নিয়ে বিস্ফোরক কুণাল!

বেশ করেছে হোটেল ভেঙেছে! কুণাল কামরাকে বিরুদ্ধে সুর চড়িয়ে আর কী বললেন কঙ্গনা?

অমিতাভ-জয়া-রেখার ত্রিকোণ প্রেমের রহস্য: প্রকাশ্যে এল বিস্ফোরক ‘তথ্য’!

বীভৎস পথ দুর্ঘটনায় গুরুতর আহত সোনু সুদের স্ত্রী! এখন কেমন আছেন তিনি? জানালেন অভিনেতা

হোটেলের ঘরে ঢুকে যৌন হেনস্থা বলি-অভিনেত্রীকে! হাত, পা বেঁধে চলল অবাধ লুট

পৌষালীর গানে রঙিন হয়ে বসন্ত উৎসবে মাতল সল্টলেকের জিডি ব্লক

আমন আলির সরোদ থেকে বিক্রম ঘোষের তবলা, তিনদিন ধরে চাঁদের হাট বসল সঙ্গীতানুষ্ঠান 'নাদ ফেস্টিভ্যাল'-এ

জন্মদিনে ভক্তদের ‘জানি দেখা হবে আবার’ বলতে আসছেন অনুপম, সঙ্গে থাকছেন কারা?

'এই দৃশ্য দেখানোর উপযুক্ত নয়...' 'কেশরী ২' টিজারে ফিরল জালিয়ানওয়ালাবাগের স্মৃতি, কোন চরিত্রে ধরা দিলেন অক্ষয় কুমার?

Exclusive: ভারতীয়দের রসবোধ রসাতলে গিয়েছে! কুণাল কামরা কাণ্ডে আর কী বললেন কৌতুকাভিনেতা-পরিচালক কৃষ্ণেন্দু?