সংবাদসংস্থা মুম্বই:
ব্যবসাতেও 'শাহেনশাহ'
তিনি যা-ই করেন, তার মধ্যেই থাকে বুদ্ধিমত্তার ছাপ। ফলে পুরো বিষয়টি থেকে তাঁর লাভ-ও হয় 'শাহেনাশা'র মতোই। সম্প্রতি, যেমন তা হল। নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ। ওই ফ্ল্যাটটি বছর তিনেক আগে কিনেছিলেন তিনি। তার ফলে তাঁর লাভ হল বিপুল। প্রায় ১৬৮%! আজ্ঞে হ্যাঁ। ২০২১-এর এপ্রিলে ৩১ কোটি টাকা দিয়ে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন 'বিগ বি' আর বিক্রি করলেন এখন ৮৮ কোটি টাকায়!
সরকারের থেকে টাকা পাবেন শাহরুখ
মহারাষ্ট্র সরকারের থেকে ৯ কোটি টাকা পাবেন শাহরুখ খান। না, না কোনও পুরস্কার হিসাবে নয়। আসলে, শাহরুখ যখন 'মন্নত' কেনেন তখন জমি ও সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সরকারকে কর দিতে হয়েছিল। তবে এখন হিসাব করে দেখা গিয়েছে তিনি যা দিয়েছিলেন, তা অনেকটাই বেশি। ফলে শাহরুখকে প্রায় ৯কোটি টাকা ফেরৎ দেবে মহারাষ্ট্র সরকার।
কাশিশকে কটাক্ষ করণবীরের
সদ্য শেষ হয়েছে 'বিগ বস'। বাকি প্রতিযোগীদের হারিয়ে সেরার মুকুট মাথায় তুললেন করণবীর মেহরা। রিয়্যালিটি শো চলাকালীন বাকি প্রতিযোগীদের মধ্যে কাশিশ কাপুরের সঙ্গে নানা সময়ে সংঘাতে জড়িয়েছেন করণ। উত্তপ্ত মেজাজ, চিৎকার, অশ্রাব্য ভাষা-সবই বিনিময় করেছেন তাঁরা। সলমন খানের সঙ্গেও একাধিকবার উত্তপ্ত কথাবার্তা আদানপ্রদান হয়েছে কাশিশের! জবাবে, সলমনের থেকে বকাও খেয়েছেন তিনি। প্রতি এক সাক্ষাৎকারে করণবীর জানালেন তিনি কাশিসের উদ্দেশ্যে কিছুই বলতে চান না। কেন? সে জবাবও দিয়েছেন তিনি-" যে মানুষ সলমন খানের সঙ্গে ভদ্র আচরণ করতে পারে না, তাঁর ব্যবহার নিয়ে আমি আর কী বলব?"
