বুধবার ১৯ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৯Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। দিল্লির এইমস থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি যাওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, ‘মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকব। তাই আলিপুরদুয়ারে ফিরছি। মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক। চা বাগান-সহ এলাকার সমস্যা সমাধান করতে পারবেন।’


বৃহস্পতিবার ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকার জন্য জেলা প্রশাসনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান জন বার্লা। সেই আমন্ত্রণে সারা দিয়ে সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন বলে নিজেই জানিয়েছেন তিনি। 


তবে দলে যোগ দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওইদিন যোগদান হবে না। একটু সময় লাগবে। মাসখানেকের মতো। কারণ শুধু আমি একা যোগদান করলে তো হবে না। আমার সঙ্গে অনুগামীরাও রয়েছেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন স্থির করব।’

কী কারণে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন ? ক্ষোভের সঙ্গে বার্লা উত্তর দেন, ‘যেখানে সম্মান পাব না, সেখানে থেকে কী লাভ? আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে।’ এপ্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। এর ফলে আমাদের সংগঠনের কোনও ক্ষতি হবে না।’ তবে বার্লার যোগদান নিয়ে মুখ খুলতে চাননি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।


উল্লেখ্য, গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার আসনে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার পরই ক্ষুব্ধ হয়েছিলেন জন বার্লা। তাঁকে বাদ দিয়ে আসনটি ধরে রাখতে পারলেও ব্যবধান অনেকটাই কমে যায় বিজেপির। তারপরই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। দলীয় কোনও কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে। সম্প্রতি মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বার্লা'র সঙ্গে বিজেপির ফাটল আরও চওড়া হয়ে যায় বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।


John BarlaBJPTMCMamataBanerjee

নানান খবর

নানান খবর

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, ধর্মঘটে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের

বন্যপ্রাণীদের মধ্যেও বাড়ছে পুংলিঙ্গের আধিপত্য, গন্ডার সমাজে পুরুষের তুলনায় কমছে স্ত্রী প্রজাতিরা

মাটির টানে ১৩ হাজার কিমি পাড়ি, মিনেসোটা থেকে খড়দহে হাজির টেম্পরি, কী খুঁজছেন?

কোথাও শিলাবৃষ্টি, কোথাও তুমুল ঝড়, টানা তিনদিন জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

রাত তিনটেয় বারাসত আদালতের বিচারকক্ষে কারা? শুনলে চমকে উঠবেন আপনিও

লাইসেন্সবিহীন পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, মেমারি থেকে গ্রেপ্তার বিজেপি নেতা

ফুরফুরাবাসীর চাহিদা হল পূরণ, মমতার ঘোষণায় হবে হাসপাতাল, কলেজ

পুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

'একলাখ না পারলে পঞ্চাশ হাজার দিন', একমাসের শিশুকে বিক্রি করতে দরজায় দরজায় ঘুরল দম্পতি, পরিণতি যা হল 

মেয়েকে বাড়িতে রেখে কাজে যেতেন বাবা-মা, তিন বৃদ্ধের দিনের পর দিন ধর্ষণ, অন্তঃসত্ত্বা নাবালিকা

‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’, এক দশক পর ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া