বুধবার ১৬ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Kalyan Chaubey: ভারতীয় ফুটবলে আসবে 'ভিএআর', চার বাঙালি গোলকিপারকে নিয়ে নতুন পরিকল্পনা ফেডারেশনের

Sampurna Chakraborty | ০৮ ডিসেম্বর ২০২৩ ১৭ : ২৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ফুটবল জীবনে গোলকিপার ছিলেন। এবার বাংলার গোলকিপারদের জন্য নতুন পরিকল্পনায় ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। শুক্রবার জর্জ টেলিগ্রাফ ক্লাবের বিজয়া সম্মিলনীতে এসে এমনই জানান তিনি। কাকতালীয়ভাবে আজই অবসর নিয়েছেন সুব্রত পাল। স্পাইডারম্যানের জন্য আগামী দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফেডারেশন সভাপতি জানান, সুব্রত পাল, সন্দীপ নন্দী, সংগ্রাম মুখার্জি এবং শিল্টন পালকে নিয়ে নতুন প্রকল্পের কথা ভাবছে ফেডারেশন। গোলকিপারদের অ্যাকাডেমি করার কথাও ভাবা হচ্ছে। সেখানে এই চার বাঙালি গোলকিপারকে কাজে লাগানো হতে পারে। কল্যাণ চৌবে বলেন, "সুব্রত দেশের সেরা গোলকিপারদের মধ্যে অন্যতম। প্রচুর ম্যাচ বাঁচিয়েছে। বাংলার চার অন্যতম সেরা গোলকিপারকে নিয়ে আমরা একটা প্ল্যান করছি। কথাবার্তা চলছে। বাংলা থেকে গোলকিপার তুলে আনার ক্ষেত্রে এরা সাহায্য করতে পারবে।"

ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর কলকাতায় এসে কল্যাণ চৌবে জানিয়েছিলেন, ঘরোয়া লিগের জন্য একটি আলাদা উইন্ডো দেওয়ার কথা ভাবা হবে। একইসঙ্গে জানানো হয়েছিল, ফেডারেশন কাপ, রোভার্স কাপের মতো বন্ধ হয়ে যাওয়া প্রতিযোগিতাগুলো চালু করার কথা ভাবছে এআইএফএফ। এই প্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, "আমাদের ভাবনায় এগুলো এখনও আছে। আমরা চেষ্টা করছি পুরোনো টুর্নামেন্টগুলো যাতে ফিরিয়ে আনা যায়। যেমন এবার কলিঙ্গ সুপার কাপ হবে। বাকিগুলোও ধীরে ধীরে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এক্ষেত্রে আগে থেকে ফুটবল ক্যালেন্ডার নির্দিষ্ট করা খুব গুরুত্বপূর্ণ। ফেডারেশনে যারা এই বিষয়টি দেখে, তাঁদের আমি বলেছি এক বছরের বদলে দু"বছরের ফুটবল ক্যালেন্ডার করতে। তাহলে কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ডের জন্য আলাদা করে উইন্ডো দেওয়া সম্ভব হবে।" 

প্রতি ম্যাচেই রেফারিং নিয়ে প্রশ্ন উঠছে। তাই ফুটবলকে ত্রুটিমুক্ত করতে ভারতীয় ফুটবলেও "ভিএআর" প্রযুক্তি আনার কথা ভাবছে ফেডারেশন। কল্যাণ চৌবে বলেন, "আনুমানিক কত খরচ হয় সেটা জানার জন্য চারজন ফিফা স্বীকৃত এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি। আশা করছি জানুয়ারির মাঝামাঝি প্রত্যেকেই জানাতে পারবে। ফিফার রেফারি বোর্ডের চেয়ারম্যান কলিনার সঙ্গে আজকেও ইমেলে কথা হয়েছে। জানুয়ারির শেষদিকে উনি এখানে আসবেন। তারকা খেলোয়াড় নিয়ে এসে লাভ নেই। ভারতীয় ফুটবলের দৃষ্টিকোন থেকে দেখা গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবতে হবে। আর্সেন ওয়েঙ্গার এলে ট্যালেন্ট ডেভেলপমেন্ট হবে, কলিনা এলে রেফারি ডেভলপমেন্ট হবে। ভিএআর নিয়ে আমরা আরও এগোতে পারব। এই প্রযুক্তি আমরা শীঘ্রই আনব। ম্যাচ প্রতি বাজেট মূল্যায়ন করেই এগোনো হবে।" এদিন ফেডারেশনের বহিষ্কৃত সচিব সাজি প্রভাকরণকে সরিয়ে নতুন সচিব আনার ক্ষেত্রে স্টে অর্ডার দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ফেডারেশনের সভাপতি। শুক্র সন্ধেয় ময়দানের জর্জ টেলিগ্রাফ তাঁবুতে চাঁদের হাট বসেছিল। ময়দানের সব কর্তাদের সমাহার। ফুটবল, ক্রিকেট মিলেমিশে একাকার। 




বিশেষ খবর

নানান খবর

দূর হোক অনটন, দূর হোক ক্লেশ, ঘরে আসুক লক্ষ্মী, দুর্দিন হোক শেষ! কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা #LakshmiPuja #SharadPurnima #KojagariPurnima #MaaLakshmi #LakshmiMata #HappyLakshmiPuja

নানান খবর

প্রবল বৃষ্টিতে বিরক্ত দর্শকরা, কোহলি দর্শনে ফিরল উন্মাদনা ...

টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ সঞ্জুর, কী উত্তর পেলেন রোহিত-গম্ভীরের থেকে? ...

বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত, আর চারটি ছয় মারলেই বসবেন রাজার আসনে...

এক বছর আগেই অ্যাশেজের সূচি ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া, ভেঙে গেল ৪০ বছরের এক প্রথা...

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম সেশন, কমছে খেলা শুরু হওয়ার সম্ভাবনা ...

ব়্যাম্পে হেঁটে সমালোচনার মুখে, থোতা মুখ ভোঁতা করলেন মানু ভাকের...

ব়্যাম্পে হেঁটে সমালোচনার মুখে, থোতা মুখ ভোঁতা করলেন মানু ভাকের...

আবার ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, কেরলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন ভারতের তারকা ক্রিকেটার...

লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! প্রথম রাউন্ড থেকেই বিদায়, এগোলেন সিন্ধু...

'অস্কারকে সময় দিন, ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে', ডার্বির আগে একসময়ের গুরুর পাশে প্রাক্তন বাগান তারকা সনি ...

ঘরোয়া ক্রিকেট থেকে তুলে দেওয়া হল 'ইমপ্যাক্ট প্লেয়ার'এর নিয়ম...

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত, পাকিস্তানকে হারিয়ে শেষ চারে নিউজিল্যান্ড...

পিছিয়ে গেল শুনানি, ডার্বিতে আনোয়ারকে পাবে ইস্টবেঙ্গল...

পিছিয়ে গেল শুনানি, ডার্বিতে আনোয়ারকে পাবে ইস্টবেঙ্গল...

রোহিত-কোহলিদের নিয়ে চিন্তিত নয় নিউ জিল্যান্ড, রাচীনরা গুরুত্ব দিচ্ছেন এই দুই ভারতীয় তারকাকে ...



সোশ্যাল মিডিয়া



12 23