বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সিপিএম-আইএসএফ সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকল আবাসের টাকা, তৃণমূল পাঠাল মিষ্টির প্যাকেট, 'বেনজির' রাজধর্ম শাসকের

Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ০৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার বাড়ি বণ্টন নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ ছিল। পঞ্চায়েতের বিরুদ্ধে ছিল পক্ষপাতিত্বের অভিযোগ। বিরোধী দলের সমর্থকদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ রাজধর্ম পালনের নজির গড়ল। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসত দুই নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েতের সিপিএম ও আইএসএফ সমর্থকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার আগে রাজ্যের আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে ওই উপভোক্তাদের বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট পাঠানো হয়েছে। দাদপুর পঞ্চায়েতের পকদাহ গ্রামের শতাধিক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মঙ্গলবার রাজ্যের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে।

 

প্রাপকদের মধ্যে বেশিরভাগই সিপিএম ও আইএসএফ সমর্থক। তৃণমূল সমর্থক পরিবার হাতেগোনা কয়েকটি। বিরোধীদলের সমর্থক হওয়ার পরেও তাঁদের অ্যাকাউন্টে আগে টাকা ঢোকায় সিপিএম ও আইএসএফ সমর্থকেরা অবাক হয়ে গিয়েছেন। তাঁদের বক্তব্য, আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে আগে একাধিকবার আবেদন করেছিলেন। কিন্তু তখন টাকা ঢোকেনি। তাই নিরুপায় হয়ে ত্রিপলের ছাউনি দেওয়া বাড়িতে তাঁদের দিন কাটাতে হয়েছে। অথচ শাসকদলের সমর্থকদের পাকা বাড়ি থাকলেও আগে সেই টাকা পেয়ে গিয়েছেন।  সিপিএম ও আইএসএফ সমর্থকদের অভিযোগ ছিল, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তাঁরা বৈষম্যের শিকার হয়েছেন। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটল। তৃণমূল নয়, সিপিএম ও আইএসএফ সমর্থকেরাই আগে বাড়ি তৈরির টাকা পেয়ে গেলেন।

 

পাকদহের বাসিন্দা সিপিএম সমর্থক আব্দুল জলিল বলেন, 'আবাস যোজনার ঘরের জন্য আমরা বেশ কয়েকবার আবেদন করেছি। কিন্তু ঘর পাইনি। এবার দেখলাম উল্টো ঘটনা ঘটল। আমরাই আগে ঘরের টাকা পেয়ে গিয়েছি। তৃণমূলের লোকেরা বরং কম পেয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে গিয়েছে। রাজ্য সরকারের ভূমিকাকে স্বাগত জানাই।' আইএসএফ সমর্থক নাজমুল আলম বলেন, 'আমরা বিরোধী দলের সমর্থক। অথচ আমাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকে গিয়েছে। সরকারের এই ভূমিকা বেশ ভাল লাগল। পঞ্চায়েত কর্তৃপক্ষকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি।'

 

দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে এসেছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কখনও রাজনৈতিক রং দেখেন না। বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা বণ্টনের ক্ষেত্রে বিরোধীরা আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করত। সেটা যে তাদের ভুল অভিযোগ ছিল, আশা করি এবার সকলে তা বুঝবেন।' উপপ্রধান আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশে আরও বলেছেন, 'যদি কেউ আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি দাবি করেন, অবশ্যই উপভোক্তা যেন পঞ্চায়েতে তা জানান। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’


Local NewsWB NewsMamata Banerjee

নানান খবর

নানান খবর

রেললাইনের উপর বাইক, তাতেই ধাক্কা চলন্ত ট্রেনের, শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

কোথাও ঝেঁপে বৃষ্টি, কোথাও তীব্র গরম, আবহাওয়ার বিরাট রূপবদল জেলায় জেলায়, রয়েছে সতর্কতাও

ফের ভাটপাড়ায় বোমাবাজি, চলল গুলি, এবার অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে

অশোকনগরে বড়সড় কিডনি পাচার চক্র ফাঁস, গ্রেপ্তার মূল চাঁই, দুই মহিলা

মোবাইল টাওয়ার থেকে পড়ে গিয়ে জখম, হাসপাতালে চিকিৎসা আহত বাজ-এর

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করলেন হরিহর দাস

প্রতিবাদে কাতারে কাতারে মানুষ, সম্মিলিত বাধার মুখে ভেস্তে গেল রেলের উচ্ছেদ অভিযান

শুরু হল বারুণী মেলা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মন্ত্রী সুজিত বসু 

বারাসতে বেপরোয়া লরির তাণ্ডব, জাতীয় সড়কের দুই প্রান্তে আগুনে জ্বলছে দুই গাড়ি 

বেলগাছিয়া ভাগাড়ের বিকল্প শিবপুরের আরু পাড়া, সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলল পুরসভা

এদেশে ঢুকেই ভারত-বিরোধী মন্তব্য, সীমান্তেই বাতিল বাংলাদেশির ভিসা

দুদিকে দাড়িয়ে ট্রেন, মদ্যপ গেটম্যানের ভাইরাল ছবিতে সর্বত্র শোরগোল

যক্ষ্মা নির্মূলে অভিনব উদ্যোগ, রোগী দত্তক নেওয়ার আহ্বান জেলা স্বাস্থ্য দপ্তরের

ডাহা ফেল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র! স্বচ্ছ রেশন ব্যবস্থায় অনেকটা এগিয়ে পশ্চিমবঙ্গ, বলছে কেন্দ্রের রিপোর্ট

ভগবানের পা ছুঁয়েছে, এবার তাঁর মতো ক্রিকেটার হতে হবে, ছেলেকে নিয়ে স্বপ্ন ঋতুপর্ণের মা-বাবার

'ভবিষ্যতের চাকরির অন্যতম ঠিকানা হতে চলেছে কলকাতা', লন্ডনে ভারতীয় হাইকমিশন থেকে বললেন মমতা

পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান কলকাতা মেডিকেল, উচ্ছ্বসিত মমতার অভিবাদন

'বাংলা এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক শতাব্দী প্রাচীন', লন্ডনের রাস্তায় হেঁটে অনুভূতি মুখ্যমন্ত্রী মমতার

থানা চত্বরে যুবকের ঝুলন্ত দেহ, সালিশি সভা ঘিরে প্রশ্ন

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া