আজকাল ওয়েবডেস্কঃ আজ ৭ইপৌষ, পৌষ কৃষ্ণা সপ্তমী তিথি, বঙ্গাব্দ ১৪৩১। রবিবার, আয়ুষ্মান যোগ। চাঁদ আজ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। রবিবার দুপুর ২টো ৩১ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ কৃষ্ণা অষ্টমী তিথি। এই তিথিতে আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সারাদিন থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ এই চার রাশির জাতক জাতিকাদের সময় কেমন যাবে, কাদের সাবধান থাকতে হবে জেনে নেওয়া যাক।
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের সংসার জীবনে আজ শান্তির পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন বৃষ রাশির জাতকরা। অফিসে আপনার কর্মদক্ষতা সবার প্রশংসা পাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কিন্তু কিছু কথার গোপনীয়তা বজায় রাখার প্রয়োজন আছে।
কর্কট রাশি: আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের দূরদৃষ্টির সঠিক ব্যবহার করুন। হঠাৎ নেওয়া সিদ্ধান্ত সুখকর নাও হতে পারে। সব কাজে ধীর গতি আপনার উন্নতির পথে বাধা হতে পারে। পেশাগত জীবন এবং পারিবারিক জীবনের মধ্যে ব্যালান্স বজায় রাখা প্রয়োজন। পারিবারিক সমস্যা মেটানোর জন্য আজ আপনাদের মধ্যস্থতা করতে হবে।
তুলা রাশি: সন্তানের পড়াশোনার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে।
নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থানে সম্মান বৃদ্ধির যোগ। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে। তাই মানসিক শান্তি ও স্থিরতার প্রয়োজন।
কুম্ভ রাশি: খুব সংযত হয়ে কথা বলা শ্রেয় আজ। পারিপার্শ্বিক পরিবেশ খুব শান্ত থাকবে না। সন্তানদের খেলাধুলা এর বিষয়ে নিয়ে একটু চিন্তা থাকবে।
কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে হঠাৎ কোনও দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য আজ ভাল দিন। দন্ত চিকিৎসকদের উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভাল, কিন্তু কিছু ব্যয়ও থাকবে। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।
