শনিবার ২২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে আপোসে রাজি রাশিয়া, বড় ঘোষণা পুতিনের

RD | ২০ ডিসেম্বর ২০২৪ ১৪ : ০২Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপরই যুদ্ধ বন্ধ নিয়ে বড় ঘোষণা করেন পুতিন। জানিয়ে দেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে আপোসে রাজি রাশিয়া। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন পুতিন।

ইউক্রেন সংঘাত নিয়ে সংবাদিকদের রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, "রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে দেখতে হবে যে অন্য পক্ষ-ও এর জন্য প্রস্তুত রয়েছে কি না। তিনি বলেন, "আমরা সব সময় আলোচনা ও আপসের কথা বলে আসছি।"

২০২০ সালে মার্কিন মসনদ থেকে সররে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে ট্রাম্পের সঙ্গে গত চার বছরের বেশি সময় ধরে কথা হয়নি বলে জানিয়েছেন পুতিন। জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে ট্রাম্প-পুতিন সাক্ষাৎ কবে হবে তা তিনি জানেন না বলেই দাবি করেছেন।

ইউক্রেন যুদ্ধে কি তাহলে রাশিয়ার জয় হয়েছে? এমন প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, "পরিস্থিতি দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে। প্রতিদিন রুশ সেনারা এক বর্গ কিলোমিটারের মতো ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। যুদ্ধ একটি জটিল বিষয়। কিন্তু আমরা বিশেষ সামরিক অভিযানে আমাদের প্রাথমিক কাজ সমাধানের কাছাকাছি পৌঁছে গিয়েছি।"

রুশ জেনারেল ইগর কিরিলভ গুপ্তহত্যার শিকার হওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতা ছিল বলেও স্বীকার করে নিয়েছেন পুতিন। তিনি বলেন, "আমাদের স্পেশাল সার্ভিস (গোয়েন্দা সংস্থা) এটা রোধ করতে পারেনি। এর মানে আমাদের কাজের আরও উন্নতি করতে হবে। অবশ্যই এ ধরনের সাংঘাতিক ভুল হতে দেওয়া যাবে না।"

গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয়। এ নিয়ে এক প্রশ্নের জবাবে পুতিন জানিয়েছেন, যদি রাশিয়াকে কোনও দেশ হুমকি দেয়, তাহলে রাশিয়া মনে করে সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার তার আছে।

সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন নিয়েও মুখ খোলেন প্রেসিডেন্ট পুতিন। দাবি করেন, আসাদ সরকারের পতনে রাশিয়ার পরাজয় ছিল বলে মনে করেন না তিনি। বাশারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইজরায়েলের সমালোচনা করেন ভ্লাদিমির পুতিন।

এদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী আরও দু'টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। গ্রাম দু'টি হলো জেলেনিভকা ও নোভি কোমার।

 


RussiaUkraineWarPutinOnRussiaUkraineWarEndVladimirPutin

নানান খবর

নানান খবর

ভাড়ায় মিলবে প্রেমিকা:  'কাছে পাওয়ার' প্যাকেজে রয়েছে চমক

স্ত্রী চেয়েছিলেন ছ’লক্ষ, আদালত নির্দেশ দিল ৩০ লাখ, অবাক করা খোরপোশের নিদান চীনের আদালতের

বৃদ্ধা মহিলার ফোনে 'যৌনগন্ধী' মেসেজ! এআই-এর কীর্তিতে শোরগোল 

কাঁধে চাপিয়ে মহিলাদের নিয়ে যেতে হবে পাহাড়ের উপর, আয় বার্ষিক ৩৬ লক্ষ টাকা! করবেন না কি?

আর মাত্র ৩৫ বছর, বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, কী হবে খ্রিষ্টান ও হিন্দুদের অবস্থা?

আয়তনে এতটুকু, তবুও কোনওদিনই নেপাল জয় হয়নি, উল্টে ভয়ে কাঁপতো প্রবল পরাক্রমশালী মুঘল-ব্রিটিশ সেনাবাহিনী, কেন?

টানা আট বছর তালিকার শীর্ষে ফিনল্যান্ড, সুখী দেশের তালিকায় ভারত কত নম্বরে?

ঘর ভাড়া দেওয়ায় সাবধান, ঘর ভাড়া নিয়ে যৌনতার 'লম্বা ম্যারাথন' মহিলার

দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতার রেকর্ড হেলায় ভাঙবে বিশ্বের সবচেয়ে উঁচু গগনচুম্বী এই ভবন! কোথায় তৈরি হচ্ছে জানেন?

মহাকাশে মিলল হীরের গ্রহ, চোখ কপালে উঠল নাসার বিজ্ঞানীদের

পৃথিবীর মাটি ছোঁয়ার আগেই আতঙ্কের চূড়ান্ত! কী হয়েছিল সুনীতাদের ল্যান্ডিংয়ের ঠিক আগেই, শুনলে চমকে যাবেন

ইজরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৩২৬, ফের যুদ্ধ শুরু আশঙ্কা 

বাংলাদেশের শ্রমিক নেতার অন্ডকোষ কামড়ে নিয়ে দৌড়ে পালাল শিয়াল

'মমির মতো পেঁচিয়ে ফেল', যৌনসুখ বৃদ্ধি করতে নতুনত্ব আনতে গিয়েই ঘটল সর্বনাশ! কপাল পুড়ল ওনলিফ্যানস মডেলের

পাকিস্তানের মাটিতে ভারতীয় সিনেমার জয়জয়কার, রইল ভিডিও

রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া