শনিবার ২২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জয়নগরের পর ফারাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ৫৯ দিনে দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত

Kaushik Roy | ১২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ফারাক্কায় ধর্ষণ এবং খুনের ঘটনায় ৫৯ দিনে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। জয়নগরের ঘটনার থেকেও দ্রুত বিচার পেল ফারাক্কার ঘটনায় মৃত নাবালিকার পরিবার। বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় মাত্র ৫৯ দিনের মাথায় নারকীয় এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন। শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশেকের ওই নাবালিকা।

 

 

প্রায় তিন ঘন্টা পর এলাকারই প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী মৃতদেহ। উত্তেজিত জনতা রোষের মুখে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে খুন ,তথ্য প্রমাণ লোপাট এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গত ১৯ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। তার নামেও একই ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ফারাক্কা থানার অফিসাররা ২১ দিন অক্লান্ত পরিশ্রম করে চার্জশিট জমা দেন।

 

 

তার ভিত্তিতে মোট ৩১ জন সাক্ষীর বয়ানে নির্ভর করে ৫৯ দিনের মধ্যেই ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৫, ৬৬, ১৩৭, ১৪০, ১০৩, ২৩৮ এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায়। সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জী বলেন, ‘ঘটনার দিন ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে দীনবন্ধু তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে দীনবন্ধু এবং শুভজিৎ ওই নাবালিকার মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ এবং অত্যাচার করে।

 

 

তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে ফারাক্কার কোনও জঙ্গলে নিয়ে গিয়ে দেহটি ফেলে দেওয়ার। এই মামলায় প্রথমবার রাজ্যে ড্রোন ম্যাপিং পদ্ধতি ব্যবহার হয়েছে। শুভজিতের বিরুদ্ধে কেবল অপহরণের অভিযোগ নেই। বাকি সমস্ত অভিযোগ দু'জনের ক্ষেত্রেই এক। আসামিদের যে যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে চারটি ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড’। অন্যদিকে, দীনবন্ধুর হালদারের আইনজীবী মহম্মদ হাবিবুল্লা বলেন, ‘শুক্রবার সাজা ঘোষণা। আদালতের রায় জানার পর আমরা পরবর্তী পদক্ষপ করব’। প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। 


Local NewsWB NewsJangipur District Police

নানান খবর

নানান খবর

কিশোর মনে মোবাইলের কুপ্রভাব এবং জ্যোতির্বিজ্ঞান, হুগলির স্কুলে দুই দিনের বিশেষ কর্মশালা

বার্ড ফ্লু-আতঙ্ক, মুর্শিদাবাদে ইফতারের পাতে পড়ছে চিকেনের বদলে মাটনের পদ 

ধস নেমে জল সরবরাহে বিপত্তি, সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত হাওড়া পুরসভার

স্বস্তির বৃষ্টি ‘কাল’ হয়ে নামল ধান চাষিদের জীবনে

দরজা খোলা হলেও প্রবেশের আগে নিতে হবে অনুমতি, বিশ্বভারতীতে জারি হল বিধিনিষেধ

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া