বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৩ নভেম্বর ২০২৪ ১৭ : ২৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত শতরান। টি২০ আন্তর্জাতিকে দু দুটো শতরান করে ফেলেছেন সঞ্জু স্যামসন। আইপিএলে দুরন্ত পারফরম্যান্স তাঁর। রাজস্থান রয়্যালসের অধিনায়ক অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন।
টি২০ আন্তর্জাতিকে অভিষেকের পর সেভাবে সফল হননি সঞ্জু। কিন্তু এখন তিনি রান পাচ্ছেন। বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শতরান করেছেন। তবে এটাও ঘটনা বিরাট ও রোহিত আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের পর সঞ্জু দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন।
এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের বাবা তুলেছেন মারাত্মক অভিযোগ। তাঁর দাবি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়–এই চার জন তাঁর ছেলের কেরিয়ারের দশ বছর নষ্ট করে দিয়েছে। অভিযোগ, এই চার জন সেভাবে সুযোগই দেয়নি তাঁর ছেলেকে।
সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ দিল্লি পুলিশে কনস্টেবলের কাজ করেন। দিল্লির হয়ে একসময় সন্তোষ ট্রফিও খেলেছেন তিনি। ছেলের কেরিয়ারের জন্য তিনি অনেক স্বার্থত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এক সংবাদমাধ্যমে তিনি অভিযোগ করেছেন, টিম ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজমেন্ট তাঁর ছেলের দশ বছর নষ্ট করে দিয়েছে। তাঁর দাবি সঞ্জু ভেঙে পড়েনি। লড়াই করে গেছে। তারই ফল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত শতরান। আগামীদিনেও সঞ্জু ভাল খেলবে বলে আশাবাদী তাঁর বাবা।
তাঁর অভিযোগ, ‘তিন চার জন রয়েছেন যারা আমার ছেলের কেরিয়ার ১০ বছর নষ্ট করে দিয়েছে। তার মধ্যে রয়েছেন ধোনি, বিরাট, রোহিত ও রাহুল দ্রাবিড়। কিন্তু যত না আঘাত করেছে, সঞ্জু তত শক্তিশালী হয়ে ফিরেছে।’ এমনকী ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও প্রাক্তন নির্বাচক প্রধান শ্রীকান্তের তাঁর ছেলেকে নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি। সঞ্জুর বাবার কথায়, ‘উনি একাধিকবার আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছেন। জানি না আমার ছেলের কী অপরাধ। আমার ছেলের সম্পর্কে একটিও ভাল কথা উনি কোনওদিন বলেননি।’ এরপরই তাঁর সংযোজন, ‘বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর শ্রীকান্ত বলেছিল কাদের বিরুদ্ধে শতরান করল! শ্রীকান্ত একজন বড় খেলোয়াড় ছিলেন। কিন্তু অন্যদেরও সম্মান করুন।’
নানান খবর

নানান খবর

নেই নেতৃত্ব, দলের জন্য করতে হবে আত্মত্যাগ, এবারের আইপিএলে এই তারকা ব্যাটারের দিকে নজর থাকবে সবার

ইডেনের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন 'ধোনির প্রেমিকা', সুরের মূর্ছনা তুলবেন শ্রেয়া, তারকাদের মেলা কলকাতায়

'মাসে ৬০ লক্ষ টাকা পায়, ওরা বোর্ডের কর্মচারী', অবাধ্য রিজওয়ানকে সবক শেখানোর দাবি প্রাক্তন তারকার

চাহাল-ধনশ্রী বিবাহ বিচ্ছেদের মামলায় নতুন মোড়, কত টাকা খোরপোষ দিতে হবে তারকা স্পিনারকে?

মনবীরের চোট, জাতীয় শিবির থেকে ছিটকে গেলেন মোহনবাগানের তারকা ফুটবলার

একাধিক চোট, আইপিএলের আগে ঘোর সমস্যায় সঞ্জীব গোয়েঙ্কার দল

কথা কম কাজ বেশি, আইপিএল শুরুর মুখেই হুঙ্কার এই ক্রিকেটারের গলায়

‘আমাদের হার দেখলে খুশি হয় দেশবাসী’, বিস্ফোরক পাক পেসার

সেদিনের বল বয় থেকে আজ পাঞ্জাবের অধিনায়ক, পুরনো স্মৃতি শ্রেয়সের গলায়

পর্দায় 'অ্যানিমাল' ধোনি, সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আগুন

ভারতীয় মহিলার সঙ্গে বাগদান সারলেন পাকিস্তানি ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

পতিদারের পাশে কোহলি, আইপিএলের প্রাক্কালে করলেন বড় ভবিষ্যদ্বাণী

'অক্ষর বড় ভাইয়ের মতো, দিল্লি এবার ট্রফি জিতবে', দাবি বাংলার ক্রিকেটারের

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস ম্যাচ, শুরু হল না দ্বিতীয় ইনিংস

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস ম্যাচ, শুরু হল না দ্বিতীয় ইনিংস