সংবাদ সংস্থা মুম্বই: 'মহব্বতেঁ', 'বীর জারা', 'কভি খুশি কভি গম', 'কভি অলবিদা না কহেনা' - যতবার তাঁরা একসঙ্গে পর্দায় এসেছেন, ততবার হইচইয়ের মাত্রা পাল্লা দিয়ে বেড়েছে। কথা হচ্ছে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে নিয়ে। এবার ফের একবার বড় পর্দায় একসঙ্গে হাজির হতে পারেন এই দুই তারকা। ছবির নাম 'ভূতনাথ ৩'।
২০০৮-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'ভূতনাথ', ২০১৪-এ 'ভূতনাথ রিটার্নস'। হরর-কমেডি ঘরনার সিরিজের এই দুই ছবিতেই নামভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। এবং অতিথি শিল্পী হিসেবে পর্দায় হাজির হয়ে জমিয়ে দিয়েছিলেন শাহরুখ। জোর খবর, 'ভূতনাথ ৩'র কাজ তোর কদমে শুরু করে দিয়েছেন নির্মাতারা। পুত্রের খবর গল্পের প্রাথমিক খসড়া তৈরি। চলছে চিত্রনাট্য লেখার কাজ। সে সূত্র আরও জানিয়েছে, এই ছবির মাধ্যমে 'ভূতনাথ'রূপী অমিতাভকে দারুণভাবে ফিরিয়ে আনা হবে পর্দায়। নাম প্রকাশে অনিচ্ছুক নির্মাতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, যেহেতু এই সিরিজের আগের দুটি ছবিতে শাহরুখ খান হাজির হয়েছিলেন তাই এই ছবিতেও তাকে রাখার পরিকল্পনা চলছে। এবং তা নাকি অতিথি চরিত্রের থেকে বেশি! যদিও সবটুকুই এখনও রয়েছে প্রাথমিক পর্যায়ে। চিত্রনাট্য একবার তৈরি হয়ে গেলে তবেই নির্মাতারা ঠিক করবেন এই ছবির পরিচালনার দায়িত্বে কে থাকবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫-এ শুরু হবে 'ভূতনাথ ৩'-এর শুটিং। এবং তার পরের বছর অর্থাৎ ২০২৬-এ মুক্তি পাব এই ছবি
