শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | ত্রিপুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ কবে শেষ হবে? জানালেন মুখ্যমন্ত্রী

Pallabi Ghosh | ২৬ অক্টোবর ২০২৪ ২২ : ৫৮Pallabi Ghosh


নিতাই দে, আগরতলা: আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ত্রিপুরার নরসিংগড়স্থিত টিআইটি মাঠে নির্মীয়মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয়মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ যাতে শেষ করা যায় এ বিষয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। শনিবার আগরতলার এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বইয়ের মধ্যে আয়োজিত রঞ্জি ট্রফির ম্যাচে উপস্থিত থেকে সংবাদমাধ্যমকে এখবর জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। 

 

তিনি বলেন, 'আজ এখানে রঞ্জি ট্রফির ম্যাচ হচ্ছে। এখানে চারটি ম্যাচের আয়োজন করা হয়েছে। চারদিনের প্রথম ম্যাচে আজ ত্রিপুরার সঙ্গে মুম্বইয়ের খেলা। এই ম্যাচ দেখতে এসে খুবই ভাল লাগল।' আগরতলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ সম্পর্কিত বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 'সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। স্টেডিয়ামের নির্মাণ সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা ছিল। সমস্যা সমাধান করার জন্য তিন সদস্যের আর্বিট্রেটর কমিটি গঠন করা হয়েছে। আর্বিট্রেটর ঠিক হয়ে যাওয়ায় কাজটাও দ্রুত শুরু করা দরকার। এজন্য আমার পক্ষ থেকে যা যা সহায়তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। আগামী ছয়মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামীদিনে এখানে অনেক বড়ধরনের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে রাজ্যের মানুষও ভাল ভাল খেলা উপভোগ করতে পারবেন।' 

 

প্রথম দিনে কার্যত হতাশ ত্রিপুরার ক্রিকেটপ্রেমীরা। জাতীয় দলের তারকা সমৃদ্ধ ক্রিকেটার নিয়ে প্রথমবারের মতো ত্রিপুরায় আসা মুম্বই দলের প্রতি প্রত্যাশা ছিল চরমে। এদিন তারকা ক্রিকেটারদের খেলা দেখতে আচমকায় মাঠে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি। যাকে নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল ভারতীয় দলের ওপেনার আজিঙ্ক্য রাহানে সেট হয়েও দুর্ভাগ্যবশত রান আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন। মাত্র ৩৬ রান করে মাঠ ছাড়তে হয়েছে। যা নিয়ে হতাশ ত্রিপুরার ক্রিকেটপ্রেমীরাও। তবে দিনের শেষে সূর্যাংশু মুম্বইয়ের মুখ রক্ষা করলেন। ৯৯ রান করে মুম্বইকে লড়াইয়ে রাখলেন। প্রথমদিনের শেষে মুম্বই ছয় উইকেট হারিয়ে ২৪৮ রান করে। আর বেশি প্রত্যাশা ছিল ত্রিপুরার ক্রিকেটপ্রেমীদের মুম্বইয়ের মত তারকা ক্রিকেটারদের থেকে।


#Tripura# Manik saha



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়ায় আলাপ, দুবাই থেকে বর এলেন বিয়ে করতে, ৫০ হাজার টাকা হাতিয়ে পালিয়ে গেলেন কনে!...

যাঁকে খুশি বিয়ে করুন, দল মাথা ঘামাবে না, বিতর্কের মুখে এক্স হ্যান্ডেলে পোস্ট বিএসপি নেত্রী মায়াবতীর...

গুগল ম্যাপে ভরসাই কাল, বিহার থেকে গোয়া যেতে গিয়ে গন্তব্য কর্নাটকের জঙ্গলে!...

স্বামীর স্কুলের সামনে গাছ থেকে উদ্ধার স্ত্রী-সন্তানের ঝুলন্ত দেহ, খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় পুলিশ ...

মাত্র ২৫ মিনিটে পুণে-মুম্বই, গতির নাম হাইপারলুপ, ঝলক দেখালেন রেলমন্ত্রী অশ্বিনী...

শিক্ষিকা বসে টেবিলে, পড়ানো শিকেয় তুলে ছাত্রদের দিয়ে এ কী করাচ্ছেন তিনি! নিন্দার ঝড় সর্বত্র ...

নতুন বছরে স্কুলের ছুটি ৬৫দিন, দেখুন তালিকা

ঘূর্ণিঝড় যেতেই ফের দুর্যোগ? বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মারণ ঘূর্ণাবর্ত, কোথায় চলবে তাণ্ডব...

ইউনূসের শান্তি পুরস্কার কেড়ে নেওয়া হোক, নোবেল কমিটিকে চিঠি বাংলার বিজেপি সাংসদের...

২০২৫ সালে বাড়বে সাইবার হামলা, কারা পড়তে পারে এর খপ্পরে...

যখন ইচ্ছা শেষ করা যাবে গ্র্যাজুয়েশন, নির্দিষ্ট সময় রইল না আর, উচ্চশিক্ষায় একগুচ্ছ নয়া নির্দেশিকা আনল ইউজিসি...

বাজারের মধ্যে দিয়ে ছুটছে বাইক. পিছনে বসে ‘মরুভূমির জাহাজ’, ভাইরাল ভিডিওতে সোশ্যাল মিডিয়া তোলপাড়...

দিনে শিক্ষক-রাতে খাবার ডেলিভারি বয়, শিক্ষকের কঠিন জীবনসংগ্রাম চোখে জল আনবে...

মহারাষ্ট্রে হ্যাট্রিক মুখ্যমন্ত্রী ফড়নবিসের, সমঝোতায় রাজি হতে হল শিন্ডেকে...

দেশের প্রথম এআই-মা, রান্না করা থেকে সন্তানের খেয়াল রাখা, কেমন পারেন কাব্যা?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24