মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ অক্টোবর ২০২৪ ১৭ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক : রবিবার দুপুরে মুর্শিদাবাদের ফারাক্কা রেল কলোনী এলাকায় এক মাছ ব্যবসায়ী বাড়ির ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফারাক্কা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই নাবালিকার নাম অন্তরা হালদার (১০) । তার বাড়ি ফারাক্কা থানার দু'নম্বর নিশিন্দ্রা কলোনি এলাকায়।
অন্তরার মৃতদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা যে বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়েছে তার মালিক দীনবন্ধু হালদারকে ব্যাপক মারধর করে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ' আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নাবালিকার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারাক্কা ২ নম্বর নিশিন্দ্রা কলোনী এলাকার বাসিন্দা অন্তরা দুর্গা পুজো উপলক্ষে প্রায় এক কিলোমিটার দূরে দাদুর বাড়ি রেল কলোনী পাড়াতে বেড়াতে গিয়েছিল। রবিবার সকালে অন্তরা বাড়ির সামনে তার কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা করছিল। কিন্তু তারপর সেখান থেকে হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়।
এরপর পরিবারের সদস্যরা অন্তরার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করেন। এর কিছুক্ষণ পর অন্তরার দাদু ,বাঞ্ছা হালদারের প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ির ভেতরে থেকে বস্তাবন্দী অবস্থায় অন্তরার দেহ উদ্ধার হয়।
ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজিত জনতা দীনবন্ধু হালদারের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় তার বাড়ির আসবাব পত্র। দীনবন্ধুকে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা। পরে ফারাক্কা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে।
ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন , 'নাবালিকা খুনের সঙ্গে যারা যুক্ত আমরা তাদের কঠোর শাস্তির দাবি করছি। পুলিশকে অনুরোধ করা হয়েছে দোষীর রাজনৈতিক রঙ না দেখে তার বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।'
মৃত ওই নাবালিকার দাদু বাঞ্ছা হালদার বলেন, 'আজ সকাল ৯ টা থেকে আমার নাতনি বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা করছিল। দুপুর বারোটার পর থেকে তাকে আর আমরা খুঁজে পাইনি । নাতনির বন্ধুদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি দীনবন্ধু আমার নাতনিকে তার সঙ্গে ডেকে নিয়ে গেছে।"
তিনি জানান, 'এরপর কয়েকজন ব্যক্তিকে নিয়ে আমরা দীনবন্ধুর বাড়িতে তল্লাশি চালাতেই তার বাড়ির এক কোণে একটি বস্তার মধ্যে থেকে আমার নাতনির প্রাণহীন দেহ উদ্ধার হয়। আমি নিশ্চিত দীনবন্ধুই আমার নাতনিকে খুন করেছে। কিন্তু কী কারনে এই খুন তা আমরা জানি না। আমাদের সঙ্গে দীনবন্ধুর কোনও ঝগড়া বা অশান্তি ছিল না।'
স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালিকা খুনে অভিযুক্তের বাড়ি থেকে দেহটি উদ্ধারের সময় উর্ধাঙ্গের বস্ত্র ছিল না। অনেকের অনুমান ওই নাবালিকাকে জলে ডুবিয়ে খুন করা হয়ে থাকতে পারে। স্থানীয় কিছু বাসিন্দা জানিয়েছেন, অন্তরাকে চকলেট দেওয়া এবং ফুল গাছ দেখানোর নাম করে দীনবন্ধু নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। সূত্রের খবর, দীনবন্ধুর স্ত্রী এবং দুই সন্তান ঘটনার সময় বাড়িতে ছিলেন না। দুর্গাপুজো উপলক্ষে ওই ব্যক্তির স্ত্রী সন্তানদের নিয়ে জিয়াগঞ্জে গিয়েছেন।
#Death# Body found# Murshidabad# Farakka#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিজেপির সদস্য হলেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, দলীয় সভায় বললেন সুকান্ত ...
ধান ঝাড়াইয়ের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট কৃষক! পূর্ব বর্ধমানে কৃষকের মর্মান্তিক মৃত্যু...
বাড়িতে মোবাইল টাওয়ার বসালে কোটি টাকা, রাতারাতি বড়লোক হতে গিয়ে এ কী হল কৃষক পরিবারের!...
বাড়ি ফাঁকা রেখে গিয়েছিলেন কালীপুজোর আলো দেখতে, সেই সময় যা ঘটল, ফিরে চোখে অন্ধকার দেখল পরিবার...
এক কোপে মুণ্ডচ্ছেদ, কাটা হাত, পা-ও! কালীপুজোর সময়ে দিঘার কাছে ঘটে গেল কী ঘটনা, তাজ্জব পুলিশ...
প্রাইভেট টিউশন থেকে ফিরছিল, রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ...
'খাবার খাওয়াব আয়', রান্নাঘরে ডেকেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী ...
ভাইফোঁটা দিতে যাওয়ার পথে ধর্ষণের চেষ্টা বৃদ্ধাকে, পুলিশের জালে দুই ...
নিজের ভাই নেই তো কী হয়েছে, সাফাই কর্মীদের ভাইফোঁটা দিয়ে নজির গড়লেন দিদি...
'ডিজিটাল ম্যাপিং' করে গ্রেপ্তার অভিযুক্ত, নাবালিকা খুনের ঘটনার মাত্র ২১ দিনের মাথায় চার্জশিট পুলিশের ...
'চকোলেট খাবি?', লোভ দেখিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার পাশের বাড়ির প্রৌঢ় ...
মঞ্চে লাগাম ছাড়া মিঠুন, স্পষ্ট হুমকি প্রাণনাশের! 'কেটে ফেলব' বলে হুঁশিয়ারি...
এক দোকানেই ৩৭০ রকমের মিষ্টি, ভাইফোঁটার বাজারে চড়া দামে বিকোচ্ছে মিষ্টি ...
'একজন নয়, দু'জন ছিল', পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও খুনে দ্বিতীয় অভিযুক্তের ফাঁসির দাবিতে উত্তাল ফালাকাটা...
টুনি দিয়ে সাজানো বাড়ি, চলছিল দীপাবলি উদযাপন, মুহূর্তে সব শেষ, কী ঘটল জানুন ...