শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | East Bengal: টার্গেট সুপার সিক্স, পাঁচ বছরে প্রথমবার ভাল জায়গায় ইস্টবেঙ্গল, বললেন কুয়াদ্রাত

Sampurna Chakraborty | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ২০Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ইনভেস্টর সমস্যায় গতবছর ভাল দল গড়ার সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। তারমধ্যে চোটের জন্য একাধিক বিদেশি পরিবর্তন হয়েছে। কোচও নতুন ছিল। তবে এবার সেই তুলনায় অনেক ভাল জায়গায় লাল হলুদ। গত পাঁচ বছরে সেরা দল। বিদেশিরা ভাল। কোর দল ধরে রাখা হয়েছে। কোচও একই। তাই স্বভাবতই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। গতবছর চেষ্টা করেও শেষ ল্যাপে ব্যর্থতা। এবার অবশ্য খাতায় কলমে শক্তিশালী কলকাতার প্রধান। সুপার সিক্সের গণ্ডি পেরিয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করারও ক্ষমতা আছে। তবে এখনই এত দূরের টার্গেট সেট করতে চান না কার্লেস কুয়াদ্রাত। প্রথমে সুপার সিক্সের ছাড়পত্র সংগ্রহ টার্গেট। কুয়াদ্রাত বলেন, 'গত পাঁচ বছরে প্রথমবার দল একটা ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আইএসএলে আমাদের পঞ্চম বছর। এবারই কোচ বদল হয়নি। আমাদের ক্লাবে স্থিতি এসেছে। শৌভিক, ক্লেইটন, হিজাজি সহ একাধিক ফুটবলার রয়েছে যারা গত বছর থেকে দলে আছে। অনেক বছর পরে একজন কোচ টানা ৩৫টি ম্যাচে কোচের পদে। এর আগে ট্রেভর জেমস মর্গ্যান এতদিন কোচের পদে ছিলেন। এই ঘটনা গত দশ বছরে হয়নি। আমাদের দল সঠিক দিশায় এগোচ্ছে। আমরা কঠিন প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিতে তৈরি। প্রথমে আমাদের লক্ষ্য সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা। তারপর মাত্র চারটে ম্যাচ বাকি থাকে। সেখানে যা কিছু হতে পারে। এবার যেমন ডুরান্ড ফাইনালে ফেভারিট হওয়া সত্ত্বেও নর্থ ইস্টের কাছে হেরে যায় মোহনবাগান। তাই এখন‌ই‌ চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে চাই না।' 

নিশু কুমার এবং প্রভাত লাকরা ছাড়া দলের সকলেই ফিট এবং প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার জন্য তৈরি। আইএসএলের দ্বিতীয় দিনই কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। গত মরশুমে প্রথম পাঁচটি ম্যাচে যেসব দলের কাছে ইস্টবেঙ্গল হেরেছিল, তাঁদের মধ্যে অন্যতম বেঙ্গালুরু এফসি। তবে এই নিয়ে একেবারেই চিন্তিত নন কুয়াদ্রাত।‌ ইস্টবেঙ্গল কোচের দাবি, চলতি বছরটা আলাদা। দলও আলাদা। গত বছরের দলের সঙ্গে তুলনা করতে রাজি নন। স্পষ্ট জানিয়ে দিলেন, এবার তাঁরা মরশুমের প্রথম থেকে কঠিন চ্যালেঞ্জ নিতে তৈরি। ডার্বি সবসময়ই কঠিন ম্যাচ। আবেগ জড়িয়ে থাকে। তবে সেই চ্যালেঞ্জ নিতেও তৈরি লাল হলুদ ব্রিগেড। কুয়াদ্রাত বলেন, 'আমি ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ বুঝি। দলের বেশ কিছু ভারতীয় ফুটবলার বিভিন্ন কারণে নিয়মিত অনুশীলনে ছিল না। জাতীয় দলের জন্য খেলতে চলে গিয়েছিল অনেকে। অনেকে আবার প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে ছিল না। সব মিলিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। তবে আমি এবার দলের প্রস্তুতিতে খুশি এবং প্রত্যেকেই আইএসএলে নামার জন্য তৈরি।' আনোয়ার আলি সই করলেও এখনও মাঠে নামেননি। জাতীয় দলের ডিফেন্ডারকে দ্রুত পাবেন বলে আশা করছেন কুয়াদ্রাত।  

গতবছর থেকেই ডেভলপমেন্ট দল থেকে একাধিক তরুণ ফুটবলারকে সিনিয়র দলে সুযোগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার সমর্থন করেন কুয়াদ্রাত। গত মরশুমে সায়ন, আমন, বিষ্ণুরা নজরে পড়েন। প্রথম একাদশে নিয়মিত জায়গা পেতে হলে কঠোর পরিশ্রম জরুরি, জানিয়ে দিলেন লাল হলুদের হেডস্যার। আইএসএলে এই প্রথম ইস্টবেঙ্গল শক্তিশালী দল গড়েছে। বুধবার মিডিয়া ডেতে যোগ দিয়ে কোনও রাখঢাক না করেই লাল হলুদের অধিনায়ক জানিয়ে দিলেন, তাঁরা সুপার সিক্সে যাওয়ার দাবিদার। ক্লেইটন‌ বলেন, 'গতবছর আমরা শেষ ছয়ে পৌঁছনোর জন্য প্রথমবার লড়াই করেছি। এবছর সুপার সিক্সে যেতে বদ্ধপরিকর।' ব্রাজিলীয় স্ট্রাইকার চাচাছোলা হলেও, অধিনায়কের মত বুক চিতিয়ে সেটা বলতে পারলেন না কুয়াদ্রাত। তিনি বলেন, 'পরিস্থিতি বুঝতে হবে। ২০১৬ সাল থেকে আমি এই দেশে আছি। সেই সময় ইস্টবেঙ্গল, মোহনবাগান আই লিগ খেলত। দাপটের সঙ্গে ট্রফির জন্য ঝাঁপাত। গত পাঁচ বছরে পরিস্থিতি বদলে গিয়েছে। দুই দল তাঁদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ইস্টবেঙ্গলের অগ্রগতি দেখা যাচ্ছে। ধাপে ধাপে এগোচ্ছে। গত তিন-চার বছরে ক্লেইটন, ক্রেসপোর মত ফুটবলাররা এই ক্লাবে এসেছে। একটা সময় ফুটবলাররা এই ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিত। এখন পরিস্থিতি বদলেছে। সকলেই বুঝতে পারছে আমরা কিছু গড়ার চেষ্টা করছি। এখন অনেক ফুটবলার অন্য দলের ভাল প্রস্তাব ছেড়ে ইস্টবেঙ্গলে আসতে চাইছে। আমরা একটা ভাল দল গড়ার চেষ্টা করছি। যারা চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং ট্রফি জয়ের জন্য ঝাঁপাবে‌।'

বাগান জার্সি ছেড়ে হেক্টর ইউস্তে এবার লাল হলুদে। ক্লাব বদলালেও পুরোনো সতীর্থের সঙ্গে নতুন জুটি বাঁধতে তৈরি। এবার ইস্টবেঙ্গল রক্ষণে দেখা যাবে আনোয়ার, ইউস্তেকে। চিরপ্রতিদ্বন্দী ক্লাবে এলেও দাবি, বাড়তি চাপ অনুভব করছেন না। তিনি জানান, পেশাদার ফুটবলার হিসেবে চুক্তি শেষ হওয়ার পরে ইস্টবেঙ্গলের প্রস্তাব পেয়ে এসেছেন। তাই কোনও বাড়তি চাপ অনুভব করছেন না। পরপর দু'বছর লাল হলুদের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্লেইটন। তবে এবার কোনও ব্যক্তিগত রেকর্ড সেট করছেন না। ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে তোলাই তাঁর টার্গেট। 

ছবি: অভিষেক চক্রবর্তী 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

রোহিত-বিরাটের উইকেট পেয়েও নেই কোনও বাড়তি সেলিব্রেশন, রহস্য ফাঁস হাসানের ...

মিনি ডার্বি জিতলেই খেতাব প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের...

মাঠে নামতে আর বাধা নেই, কেরালার বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে পারে আনোয়ারকে...

তারকাদের ব্যর্থতার দিনে অশ্বিনের শতরানের রহস্য কী? ...

টেস্ট শুরুর আগে কুলদীপকে অপহরণ? দুই তারকা ক্রিকেটারের ভিডিও ভাইরাল...

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...



সোশ্যাল মিডিয়া



09 24