সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

স্নাতকোত্তর পরীক্ষায় হাবুডুবু অমিতাভের

স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করতে গিয়ে হাবুডুবু খেয়েছেন? যদি জবাব হয় হ্যাঁ, তাহলে জেনে রাখুন আপনার দলে রয়েছেন অমিতাভ বচ্চনও। কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও প্রথম বছরে পাশ করতে পারেননি 'বিগ বি'। একথা নিজেই 'কেবিসি ১৬'-এর সাম্প্রতিকতম পর্বে জানিয়েছেন অমিতাভ। আরও বলেন, "স্কুলে বিজ্ঞানে ভাল ছিলাম বলে কলেজেও নিয়েছিলাম। পরীক্ষায় ফেল করার পর হাল ছাড়িনি। শেষমেশ ৪২% নম্বর নিয়ে কলেজ পাশ করেছিলাম। খুব কঠিন সময় ছিল। কিন্তু কোনোভাবে কাটিয়ে দিয়েছিলাম "।

 

প্রভাসের বিপরীতে সজল অলি?

'কল্কি ২৮৯৮ এডি' বক্স অফিসে সাফল্যের মুখ দেখার পর একগুচ্ছ ছবির প্রস্তাব পেয়েছেন প্রভাস। তার মধ্যে একটি 'ফৌজি'। রাজিও হয়েছেন 'কল্কি' অভিনেতা। শোনা যাচ্ছে, ছবিতে প্রভাসের বিপরীতে থাকতে চলেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সজল আলি। এর আগে শ্রীদেবী অভিনীত 'মম' ছবিতে দেখা গিয়েছিল সজলকে। সে ছবিতে শ্রীদেবী-কন্যার চরিত্রে সজলের অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচকমহলে।

 

'ভুল ভুলাইয়া ৩'-এ থাকছে 'অক্ষয়-যোগ'?

২০০৭-এ বক্স অফিস কাঁপিয়ে বড়পর্দায় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালন অভিনীত'ভুল ভুলাইয়া'। তবে 'ভুল ভুলাইয়া ২'তে অক্ষয়ের জায়গায় দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। 

চলতি বছর মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া ৩'। কার্তিক আরিয়ানের পাশাপাশি ছবিতে থাকবেন তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিত। থাকছেন বিদ্যা বালনও। শোনা গিয়েছিল, অক্ষয় কুমারও নাকি এই ছবির মাধ্যমে কামব্যাক করছেন 'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজিতে। কার্তিকের সঙ্গে জুটি বেঁধে নানা মজাদার কাণ্ড করবেন তিনি। তবে সম্প্রতি অক্ষয়ের তরফে এ খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। 'খিলাড়ি' জানিয়েছেন, কোনওভাবেই 'ভুল ভুলাইয়া ৩'-এর সঙ্গে যুক্ত নন তিনি।