বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

যম দুয়ারে পড়ল কাঁটা

বিনোদন | Tollywood: মুম্বইয়ে বুম্বাদাকে ফোঁটা পল্লবীর, ভাইফোঁটা থেকে দূরে বিক্রম, বোনফোঁটায় ব্যস্ত ঐন্দ্রিলা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ নভেম্বর ২০২৩ ০৯ : ০৫


মঙ্গলবার, বুধবার— দু’দিন ধরে ভাইফোঁটা। টলিউড তারকারাও উদযাপনে ব্যস্ত। অভিনেতার খোলস খুলে প্রতি বছর উৎসবের দিনগুলো মাটির কাছাকাছি। অনেকেই এদিন রীতি মেনে শাড়ি পরে গুছিয়ে ভাইফোঁটা দিয়েছে। কেউ কেউ শহর থেকে দূরে। তাঁর প্রচণ্ড ভাবে মিস করেছেন ভাইফোঁটা।

যেমন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-পল্লবী চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় পরিবারের ভাইফোঁটা তুমুল জনপ্রিয়। প্রতি বছর বোনের পাশাপাশি এদিন ‘ইন্ডাস্ট্রি’ আরও অনেকের থেকেই ফোঁটা নেন। সারা বছর কড়া ডায়েট। এদিন তিনি তাঁর প্রিয় খাবার সিঙাড়ায় কামড় দেন। এবছর দু’জনেই মুম্বইয়ে। ফলে, উদযাপন সেখানেই হচ্ছে। সবুজ শাড়িতে স্নিগ্ধ পল্লবী। ‘বুম্বাদা’ ডেনিম জিন্সে ঝকঝকে। রকমারি মিষ্টি প্লেটে সাজিয়ে ফোঁটাপর্ব সেরেছেন তাঁরা। এবং পাতে যথারীতি বড় সাইজের সিঙাড়া। পল্লবী প্রদীপ জ্বেলে আরতি সেরেছেন দাদার। তারপর রীতি মেনে মন্ত্র পড়ে ঘি, চন্দন, কাজলের ফোঁটা এঁকে দিয়েছেন। ফোঁটা পর্ব শেষ মিষ্টিমুখে। যত্ন করে জল খাইয়ে দিয়েছেন দাদাকে। তারপর পায়ে হাত দিয়ে প্রণাম। মাথায় হাত বুলিয়ে আদর করে বোনকে আশীর্বাদ করেছেন প্রসেনজিৎ। আজকাল ডট ইনকে সেই ছবি, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে পাঠিয়েছেন পল্লবী। জানিয়েছেন, এবার একটু অন্যরকম ফোঁটা। পেশার কারণে অন্য শহরে উদযাপন করছেন তাঁরা। তবে আয়োজনে খামতি নেই। 




একই ভাবে মুম্বইতে বিক্রম চট্টোপাধ্যায়ও। এবছর তাই ভাইফোঁটা হচ্ছে না তাঁর। মনটাও খারাপ। আজকাল ডট ইনকে জানিয়েছেন, কলকাতায় থাকলে ধুমধাম করে বোনের হাত থেকে ফোঁটা নেন। জমিয়ে খাওয়াদাওয়া সারেন। বোন তাঁর থেকে উপহার পাওয়ার অপেক্ষায় থাকেন। অন্যান্য তুতো বোনেরাও আসেন। সবাই মিলে ঘরোয়া ‘গেট টুগেদার’। চিংড়ির মালাইকারি, কষা মাংস, পোলাওয়ের গন্ধে বাড়ি ম’ম করতে থাকে। এবছর সে সব মিস করছেন তিনি। সামাজিক পাতায় বোনের সঙ্গে তোলা ছবি ভাগ করে নিয়েছেন। বোনের উদ্দেশ্য তাঁর বার্তা, ‘দূরে আছি মানে মন থেকে দূরে নেই। সব সময় তোর পাশেই আছি। আমি ভাগ্যবান, তোর মতো বোন পেয়েছি। তোর জন্য অনেক আদর, অনেক ভালবাসা।’

বাবার একমাত্র মেয়ে। কোনও ভাই নেই। তা বলে ভাইফোঁটা দেবেন না? ধুমধাম করে তিনি উদযাপন সারলেন সোহেল দত্তকে ফোঁটা দিয়ে। পেলব গোলাপি ট্র্যাডিশনাল পোশাকে ভারী সুন্দর দেখিয়েছে নায়িকাকে। সোহেলের পরনে মেরুনরঙা পাঞ্জাবি। রীতি মেনে ফোঁটা আর খুনসুটি। এই নিয়ে জমজমাট তাঁদের ফোঁটাপর্ব। উৎসবের সুযোগে নায়িকা অভিনেতা ‘ভাই’কে দিয়ে তিন বার প্রণাম করিয়ে নেন! উপহারের ঝুলিটাও ফাঁকা ছিল না। ভাইয়ের জন্য সেরা দোকানের বাছাই মিষ্টি দিয়ে পাত সাজিয়েছিলেন তিনি। যদিও সোহেল জানান, তিনি মিষ্টি খান না। সঙ্গে সঙ্গে তাঁকে শাসন করেন কৌশানি। জানান, এই দিন মিষ্টিমুখ করতেই হয়। 

শ্রুতি দাসের বাড়িতে অভিনব ভাইফোঁটার আয়োজন। যে সব বোনেদের ভাই আছে তাঁদের ফোঁটা দিয়ে আনন্দ। যাঁদের নেই? কিংবা ভাইরা ফোঁটা পেলেও বোনেদের কপালে তো কেউ মঙ্গলচিহ্ন এঁকে দেয় না! তাঁদের দীর্ঘায়ুও কামনা করে না কেউ। সেই ভাবনা থেকেই শ্রুতির মা আর কাকিমা বোনফোঁটার আয়োজন করেছেন। শ্রুতি জানিয়েছেন, সাল ২০০০ থেকে ২০২৩— ২৩ বছরের সম্পর্ক দুই জায়ের। সেই সম্পর্কই যেন এই উদযাপনে আরও অটুট হল। ফোঁটার পাশাপাশি রকমারি রান্নাও ছিল তাঁদের জন্য। নায়িকার কাকিমা নিজে হাতে সব রেঁধেছেন। পাশাপাশি, শ্রুতি ফোঁটা দিয়েছেন তাঁর ‘গোপাল দাদা’কে। অভিনেত্রীর বাড়িতে নানা মাপের গোপালের মূর্তি। কোনও পিতলের। কোনওটা কষ্টিপাথরের। তাঁদের কপালে ফোঁটা দিয়েছেন তিনি। উপহার হিসেবে ছোট্ট ‘ভাই’-এর জন্য রকমারি পোশাক, ময়ূরের পালক দেওয়া মুকুট কিনে এনেছেন। এছাড়া, মিষ্টি তো আছেই।

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। তিনিও এদিন শুট থেকে দূরে। জমিয়ে ভাইফোঁটা উদযাপন করেছেন। দাদু, ভাই এবং বোনকে পাশে নিয়ে। হ্যাঁ, ঐন্দ্রিলা ভাইদের পাশাপাশি বোনকেও ফোঁটা দিয়েছেন। বোনের মঙ্গল চেয়েছেন। ধানদুব্বো দিয়ে আশীর্বাদ করে মিষ্টির থালা হাতে দিয়েছেন। ঐন্দ্রিলা জনপ্রিয় জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’ থেকে। আপাতত তিনি ব্যস্ত কালার্স বাংলার ধারাবাহিক ‘তুমিই যে আমার মা’-তে।











 
 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

“আগামী অক্টোবরেই মধুসূদন মঞ্চে ফের ‘বেণীমাধব’ গাইব”, বিতর্কের মাঝে মুখ খুললেন গৌতম হালদার! ...

আদিত্য অতীত, গলায় নতুন প্রেমিকের নামের লকেট! সম্পর্কে কি তবে সিলমোহর অনন্যার?...

কেন আত্মঘাতী হলেন মালাইকার বাবা, পুলিশকে কোন কারণ জানালেন অভিনেত্রীর মা? ...

‘মির্জাপুর’-এ পা রাখছেন হৃতিক রোশন? পঙ্কজ ত্রিপাঠীকে সরিয়ে তিনিই এবার ‘কালীন ভাইয়া’? ...

‘ছোটবেলাটা কঠিন ছিল’ পাঞ্জাবি বাবা ও ক্রিশ্চান মায়ের সংসার নিয়ে আর কী বলেছিলেন মালাইকা? ...

শাহরুখের লম্বা চুল উধাও! মাথা ঢাকা টুপিতে, ন্যাড়া হয়ে গেলেন 'বাদশা'? ...

ভোজনরসিক গোয়েন্দার জমাটি রহস্যভেদ

৬১ বছর বয়সে পরীক্ষায় বসলেন চাঙ্কি পাণ্ডে! পাশ করলেন না ফেল? কী জানালেন মেয়ে অনন্যা?...

সুপারহিট 'হাতী মেরা সাথী'! রাজেশ খান্নার কোন বদ অভ্যাসের জন্য তাঁর সঙ্গে আর কাজ করেননি জাভেদ আখতার?...

Exclusive: 'আমার সঙ্গে যা হয়েছে তা আর বলতে চাইনা', অরিন্দম শীল কাণ্ডে টলিউডের কোন গোপন কথা ফাঁস করলেন চান্দ্র...

অর্জুন রামপালকে বাড়িতে ডেকে বাথরুমে আটকে রেখেছিলেন শাহরুখ! কেন? ফাঁস করলেন ফারহা!...

বিষ্ণুর দুই অবতারে রণবীর! ‘রামায়ণ’ ছবিতে কোন চরিত্রে অমিতাভ?...

তিতিক্ষার সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরছেন অর্কপ্রভ? কবে থেকে শুরু শুটিং?...

‘অনেকে আছে যারা মেয়ে হওয়ার পুরো অ্যাডভান্টেজ নেয়!’ অরিন্দম শীল বিতর্কে বিস্ফোরক শ্রীলেখা মিত্র ...

পুরুষেরা যদি সন্তানের জন্ম দিতে পারত, তাহলে কী হত? জবাব দিয়েছিলেন শাহরুখ ...



সোশ্যাল মিডিয়া



11 23