বিদ্যুতের হাইটেনশন তারে ঝলসে মৃত্যু ২ শ্রমিকের || চোখের চিকিৎসার জন্য হায়দরাবাদ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় || মার্কশিটে ডিভিশন ও গড় নম্বরের উল্লেখ নয়, সিদ্ধান্ত সিবিএসই–র || ইজরায়েল–হামাস যুদ্ধের বলি ৬১ সাংবাদিক || তামিলনাড়ুতে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ইডি আধিকারিক || শীতকালীন অধিবেশনের আগে শনিবার হতে চলেছে সর্বদলীয় বৈঠক || আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে গুজরাটে মৃত ছয়, গ্রেপ্তার সাত || নরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ || মোহনবাগানে বসছে অমর একাদশের মূর্তি || রাস্তার পাশে বাইক-সহ যুবকের দেহ, চাঞ্চল্য বেহালায় || বাংলাদেশে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গও ||
niharikaadesign

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩

বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি

সম্পূর্ণ খবর

Tollywood: খরাজদা বিদেশে জন্মালে ধরে রাখা যেত না: ধ্রুব।। যা পেয়েছি তাই বা কম কী: খরাজ

নিজস্ব সংবাদদাতা | ১৫ নভেম্বর ২০২৩ ০০ : ২২


ধ্রুব বন্দ্যোপাধ্যায় একশো শতাংশ আত্মবিশ্বাসী ‘বগলামামা যুগ যুগ জিও’ নিয়ে। এদিকে, বাস্তবের ‘বগলামামা’ নাকি টেনশনে কাঁপছেন! সোমবার প্রকাশ্যে ছবির ট্রেলার। সেখানেই জানালেন ছবির মুখ্য অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। মাথার চুল উলটে আঁচড়ানো। ঢোলা প্যান্টলুনের সঙ্গে হাওয়াই শার্ট। সঙ্গে ক্যাম্বিসের জুতো আর কালো ছাতা। এই সাজে জ্ঞানমঞ্চে পা রাখতেই নড়ে বসেছেন উপস্থিত সাংবাদিকেরা। নারায়ণ দেবনাথের আঁকা ‘বগলামামা’ যে জীবন্ত! ততক্ষণে তাঁকে ঘিরে ধরেছেন তাঁর সাঙ্গোপাঙ্গোরা। তালিকায় ঋদ্ধি সেন, উজ্জ্বল চট্টোপাধ্যায়, সুদীপ ধাড়া, জিৎ সুন্দর, মিঠুন গুপ্ত। আর কৌশিক সেন, রেশমি সেন, চিত্রগ্রাহক সৌমিক হালদার, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।



‘পাতালঘর’-এর পরে ফের তাঁর একার কাঁধে ছবি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। এদিকে পরিচালকের লম্বা শংসাপত্র, ‘‘খরাজদা যদি বিদেশে জন্মাতেন তা হলে আর ধরে রাখা যেত না!’’ এই কথা সত্যজিৎ রায় যেন কোন অভিনেতার সম্বন্ধে বলেছিলেন? খরাজের প্রিয় অভিনেতা তুলসী লাহিড়ি সম্পর্কে। যাঁকে ‘বগলামামা’ গুরু মানেন। যোগ্য সম্মান আজও পাননি, এই নিয়ে আফসোসে ভোগেন? প্রশ্ন রাখতেই অভিনেতার জবাব, ‘‘আমায় রবি ঘোষ বলতেন, কখনও আফসোস করবে না। যা পাচ্ছ তাতেই খুশি থেকো। নয়তো মনখারাপ হবে। পিছিয়ে পড়বে। আমি অক্ষরে অক্ষরে মানি। যা পেয়েছি তাই বা কম কী? এতখানি পাওয়ারও তো কথা ছিল না।’’ 


পরিচালক তাঁর অভিনয়ের উপরে আস্থাশীল। তারপরেও খরাজ এক্কেবারে ‘ডিরেক্টর্স চয়েস’। এক মাসের মহড়া দিয়েছেন। পরিচালকের নির্দেশ মেনে অভিনয় করেছেন। বাকিটা ছেড়ে দিয়েছেন দর্শকদের উপরে। আশা, দর্শক তাঁকে নিরাশ করবে না। চলনেবলনে, শারীরিক গঠনে কোনও বদল? খরাজের মতে, ‘‘আমি যা তাই থেকেছি। কেবল উপরে ‘বগলামামা’কে চাপিয়ে নিয়েছি। তাঁর মতো সাজ, হাবভাব। ধ্রুব খুব খুঁতখুঁতে। আমার সঙ্গে ‘বগলামামা’কে নিখুঁত ভাবে মিলিয়েছে। তারপরে খুশি।’’ ছয়ের দশকের গপ্পো মানেই পাড়া কালচার, পড়শির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। অভিনেতা নিজেও এই সংস্কৃতিতে বিশ্বাসী। পাশাপাশি, আগে টলিউডে পরিবারতন্ত্রের রমরমা ছিল। 


দর্শক যদি অতীতের স্বাদ ফিরে পায় অভিনেতা কি সবার সঙ্গে শুট করতে করতে সেই স্বাদ ফিরে পেলেন?



খরাজের মতে, একশো শতাংশ পেয়েছেন। সবাই আলোচনা করে শুট করতেন। পরিচালকের সঙ্গে ঝগড়াও হয়েছে। পরমুহূর্তে সব ভুলে গিয়ে সবাই কাজে মেতেছেন। ‘বাচ্চা গ্যাং’ তো জমিয়ে দিয়েছিল। দরকারে কথা শুনেছে। দরকারে দুষ্টুমিও করেছে। সব মিলিয়ে বেশি কিছুদিন এক ছাদের নীচে সবাই। খরাজ, রজতাভ দত্ত, কৌশিক-রেশমি-ঋদ্ধি, সুদীপ ধাড়া-সহ অনেকেই মঞ্চাভিনেতা। ছবিতে মঞ্চ সিংহভাগজুড়ে। অভিনয় করতে গিয়ে বাড়তি পাওনা কি এটাই? চাপা দুশ্চিন্তা মাখানো মুখ নিমেষে আলো! বললেন, ‘‘কী যে ভাল লাগত, কী বলব। মঞ্চ, প্রপস, ঢোকা-বেরোনো, পর্দার ওঠাপড়া— সব মিলিয়ে যেন স্বর্গীয় অনুভূতি।’’ আর খরাজ-অপরাজিতা জুটির পাশাপাশি কৌশিক-অপরাজিতা জুটি? বুকের বাঁদিকটা চিনচিন করে উঠত? স্মিত হেসে জানালেন, এরকম শট অনেক আছে। কেমন লেগেছে সেটা দর্শকেরা বলবেন।






 
 



বিশেষ খবর

নানান খবর

Merlin

নানান খবর

Ranveer Singh: 'ডন ৩' নিয়ে কেন সংশয়ে রণবীর সিং?

Kapil-Sunil: ৬ বছর পরে কী কারণে আবার মুখোমুখি বলিউডের দুই কমেডি কিং? বরফ গলছে?

Shahrukh Khan: স্ক্রিপ্ট না পড়েই 'দুনকি' ছবির জন্য রাজি হয়েছেন শাহরুখ? অনুরাগীকে কী জবাব দিলেন অভিনেতা?

Alia Bhatt: রণবীরের প্রশংসায় পঞ্চমুখ আলিয়া! কী বললেন অভিনেত্রী?

Tollywood: নিজের নামের সঙ্গে ‘ম’ আদ্যক্ষর জুড়ে নিলেন সৃজিত! মৃণাল না মিথিলা?

Ranveer Singh: এমব্রয়ডারি করা ব্লেজারে নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করলেন রণবীর সিং!

Ranbir-Bobby: আগামী দিনে 'অ্যানিমেল' ছবির সিক্যুয়েল হবে 'অ্যানিমেল পার্ক'? কারা থাকছেন এই ছবিতে?

Neena- Jacky: 'মস্ত মে রেহনে কা', জীবনের কোন অধ্যায়ের গল্প বলতে আসছেন জ্যাকি শ্রফ ও নীনা গুপ্তা?

Deepika-Ranveer: লন্ডন ভ্রমণে দীপিকা! সঙ্গী কে?

Bollywood: ক্যাটরিনার কথায় মুগ্ধ ভিকি, পাসপোর্ট হাতে শাহরুখ

Tollywood: ‘রক্তবীজ’-এর নতুন ইতিহাস! নন্দিতা-শিবুর পুজোমুক্তি ইন্দোনেশিয়ার প্রথম বাংলা ছবি

Tollywood: 'রক্তবীজ'-এর নায়ক গুলি চালানোর আগে ভাবে! এটাই ছবির সাফল্যের কারণ: জিনিয়া সেন

Vicky Kaushal: ভিকি নাকি রণবীর, সেঞ্চুরি হাঁকাবেন কে? ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে 'অ্যানিম্যাল' ও 'শাম বাহাদুর' মুখোমুখি

Tollywood: লক্ষ্মী নয়, দেবী সরস্বতী এসেছেন বাড়িতে, আজকাল ডট ইনকে কেন বললেন রাজ?

Tollywood: বিয়ের কনেকে আদর, পরম-পিয়াকে শুভেচ্ছায় অপর্ণা সেন