বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ জুন ২০২৪ ১২ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া ব্লকের পাশে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিজের এক্স হ্যান্ডেলে হেমন্ত সোরেন লেখেন, ইন্ডিয়া জোট গরিব মানুষদের জোট। যেভাবে দেশবাসী ইন্ডিয়া জোটকে সমর্থন করেছে তাতেই ধরাশায়ী হয়েছে বিজেপি। সংসদে শক্তিশালী বিরোধী জোটের অর্থ কেন্দ্র সরকার নিজের ইচ্ছায় কিছুই করতে পারবে না। প্রতিটি ক্ষেত্রেই বিরোধের মুখে পড়তে হবে এনডিএ শিবিরকে। বিজেপির সরকার বলে গেরুয়া শিবির আর গলা ফাটাতে পারবে না। বুধবারই ইন্ডিয়া ব্লক নিজেদের মধ্যে বৈঠক সেরেছে। সেখানে স্থির হয়েছে শক্তিশালী বিরোধী হিসাবে নিজেদের দায়িত্ব পালন করবে তারা। বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের হিসাব অনুসারে বিজেপি এবারে ২৪০ টি আসন পেয়েছে। ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৩০৩ টি আসন। ফলে সরকার গঠনে সেবারে বিজেপির কোনও সমস্যা হয়নি। কিন্তু এবার শরিকদের মুখের দিকেই তাকিয়ে থাকতে হয়েছে জোটের অন্য শরিকদের দিকে। অন্যদিকে কংগ্রেস এবারে ৯৯ টি আসন পেয়েছে। এনডিএ যেখানে ২৯২ টি আসন পেয়েছে। সেখানে ইন্ডিয়া জোটও ২৩৪ টি আসন পেয়েছে।