বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ জুন ২০২৪ ১৭ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: স্বস্তি ফিরল এনডিএ শিবিরে। একক সংখ্যা গরিষ্ঠতা না থাকার ফলে নায়ডু এবং নীতিশের উপরই ভরসা রাখতে হয়েছিল বিজেপিকে। বুধবার দুপুরে বৈঠকে বসে উভয়পক্ষ। সূত্রের খবর, এনডিএ-কে সমর্থন দিতে তৈরি হয়েছেন দুজনেই। ফলে এবার শরিকদের সহায়তায় ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদি। বৈঠক শেষে চওড়া হাসি তাই নরেন্দ্র মোদির মুখে। জানা গিয়েছে, শুক্রবার জোটের সমস্ত সাংসদদের নিয়ে ফের বৈঠকে বসবে এনডিএ শিবির। ফলে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর সিট প্রায় পাকা। প্রসঙ্গত, এনডিএ-র কাছে ২৯৪ টি আসন রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোটের কাছে রয়েছে ২৩৪ টি আসন।