বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জুন ২০২৪ ১৫ : ৩৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটে বাংলায় বিপর্যস্ত বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে দলের ফল ধরে রাখতেও তারা ব্যর্থ। অন্যদিকে ঝড়ের বেগে নিজেদের আগের ফলকে ছাপিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ছাপিয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এমনকি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও শুভেন্দুর পছন্দকে বেশি গুরুত্ব দিয়েছে বিজেপির হাইকমান্ড। এবারের নির্বাচনে রাজ্যে বিজেপি ভাল ফল করলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম মুখ হতে পারতেন শুভেন্দু অধিকারী। তবে এখন সবই বিশবাঁও জলে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ঘর থেকেই বের হলেন না শুভেন্দু অধিকারী।
এটা সর্বজনবিদিত যে, শুভেন্দুর ইচ্ছাতেই দিলীপকে তাঁর জেতা আসন থেকে অন্যত্র সরিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একটা সময়ে দিলীপ বেঁকে বসবেন বলেও মনে করা হলেও নেতৃত্বের প্রতি ‘আনুগত্য’ দেখিয়ে ২০১৯ সালে আড়াই হাজারের কম ভোটে জেতা আসনেই প্রার্থী হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অথচ, গত লোকসভা নির্বাচনে মেদিনীপুরে দিলীপ জিতেছিলেন প্রায় ৮৯ হাজার ভোটে। সেই সঙ্গে দিলীপের নেতৃত্বেই ১৮টি আসনে জয় পেয়েছিল বিজেপি। পদ্মশিবিরের অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু ‘গোঁ’ ধরে বসে না থাকলে মেদিনীপুরে পিছিয়ে পড়তে হত না। রাজ্যের সব চেয়ে সফল সভাপতি দিলীপকেও আনকোরা আসনে গিয়ে পরাজয়ের মুখে পড়তে হত না। সবমিলিয়ে ঘরে বাইরে প্রবল চাপে রাজ্যের বিরোধী দলনেতা।