রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sumit | ২৪ মে ২০২৪ ১৯ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের বিরুদ্ধে অপমানজনক বিজ্ঞাপন দেওয়ায় ব্যাপারে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। মামলাটির দ্রুত শুনানির জন্য বিচারপতি বেলা ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথলের অবকাশকালীন বেঞ্চে আবেদন করে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের তরফে বিজেপির দেওয়া বিজ্ঞাপন নিয়ে মামলায় গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় এই বিজ্ঞাপন আদর্শ আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়মাবলী লঙ্ঘন করেছে। দ্রুত শুনানির পক্ষে সওয়াল করে বিজেপির তরফে বলা হয়, ইতিমধ্যেই আবেদনকারীর বিরুদ্ধে একটি রায় রয়েছে যেটি কার্যকর থাকবে ৪ জুন পর্যন্ত। যদিও শুক্রবার মামলাটির শুনানিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।