আজকাল ওয়েবডেস্ক: ৩৫৮ রানও আর নিরাপদ দেখাচ্ছে না। বুমরাহকে সরিয়ে রাখলে বাকি বোলারদের নিয়ে চারশো রানও ডিফেন্ড করা সম্ভব নয়। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে রায়পুরে ম্যাচটা জিতে নিল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে সিরিজে সমতা ফিরিয়ে আনল। রাঁচিতেও সাড়ে তিনশো রান তাড়া করতে নেমে প্রায় শেষপর্যন্ত ম্য়াচে ছিল প্রোটিয়া। শেষ হাসি অবশ্য তোলা ছিল ভারতের জন্য। রায়পুরে মার্করামের সেঞ্চুরি, ব্রিৎজকি (৬৮) ও ব্রেভিস (৫৪)-এর সৌজন্যে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে নেয়। ব্যাটারদের জন্য বড় রান করতে পারছে ভারত। বিরাট রানের পুঁজি হাতে নিয়ে বল করতে নেমেও হর্ষিত রানা-অর্শদীপরা ভারতকে জেতাতে পারছেন না। ২০২৭ বিশ্বকাপে এই বোলিং শক্তি নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারত? (বিস্তারিত আসছে)
