নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ঘুরে অবশেষে কলকাতায় হাজির 'তুফান'। তবে 'তুফান'- এর পর আরও বড় চমক দিতে চলেছেন পরিচালক রায়হান রাফী। জিৎ, দেব, অঙ্কুশ এবং অনির্বাণ ভট্টাচার্য-এর নাম করে আগামী ছবির ইঙ্গিত দিলেন 'তুফান' পরিচালক।
৫ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত 'তুফান'। সূত্রের খবর, টলিউডের 'বস' জিৎকে নিয়ে পরবর্তী ছবির পরিকল্পনা করছেন পরিচালক। এই বিষয়ে আজকাল ডট ইন-কে রায়হান রাফী বলেন, "পরবর্তী বেশ কিছু ছবির কথা চলছে, সময়মতো সেই বিষয়ে জানাব। সবকিছু পুরোপুরি ঠিক না হলে জানিয়ে লাভ নেই, আশা করা যায় কিছুদিনের মধ্যেই এই বিষয়ে সকলে জানতে পারবেন।"
পরবর্তী ছবির নায়ক সত্যিই কি জিৎ? এই প্রশ্নে পরিচালকের উত্তর, "জিৎ দা, দেব দা, অঙ্কুশ, সোহম সকলেই আমার খুব আপন, খুব কাছের। অনির্বাণ ভট্টাচার্যের কাজও আমার দারুন লাগে, শাকিব, রাজ, সিয়াম সকলেই আমরা একটা পরিবার এবং সকলে মিলে একসঙ্গে কাজ করব আমরা। সবার সঙ্গেই আগামী দিনে কাজ করব। আশাকরি খুব শীঘ্রই নতুন ছবির ব্যাপারে ঘোষণা করব।"
টলিউড বা ঢালিউড ইন্ডাস্ট্রিকে আলাদা করে দেখেন না এই পরিচালক। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে 'তুফান'-এর মত মেইনস্ট্রিম ছবি অত্যন্ত প্রয়োজন, এমনটাই মনে করেন রায়হান রাফী। পাশাপাশি এও জানান, ' তুফান' এমনভাবে শেষ করা হয়েছে যে 'তুফান ২' আসবেই। তাহলে কি এবার দুই বাংলার সুপারস্টারদের একসঙ্গে নিয়ে ছবি করার পরিকল্পনা করছেন রায়হান রাফী?
৫ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত 'তুফান'। সূত্রের খবর, টলিউডের 'বস' জিৎকে নিয়ে পরবর্তী ছবির পরিকল্পনা করছেন পরিচালক। এই বিষয়ে আজকাল ডট ইন-কে রায়হান রাফী বলেন, "পরবর্তী বেশ কিছু ছবির কথা চলছে, সময়মতো সেই বিষয়ে জানাব। সবকিছু পুরোপুরি ঠিক না হলে জানিয়ে লাভ নেই, আশা করা যায় কিছুদিনের মধ্যেই এই বিষয়ে সকলে জানতে পারবেন।"
পরবর্তী ছবির নায়ক সত্যিই কি জিৎ? এই প্রশ্নে পরিচালকের উত্তর, "জিৎ দা, দেব দা, অঙ্কুশ, সোহম সকলেই আমার খুব আপন, খুব কাছের। অনির্বাণ ভট্টাচার্যের কাজও আমার দারুন লাগে, শাকিব, রাজ, সিয়াম সকলেই আমরা একটা পরিবার এবং সকলে মিলে একসঙ্গে কাজ করব আমরা। সবার সঙ্গেই আগামী দিনে কাজ করব। আশাকরি খুব শীঘ্রই নতুন ছবির ব্যাপারে ঘোষণা করব।"
টলিউড বা ঢালিউড ইন্ডাস্ট্রিকে আলাদা করে দেখেন না এই পরিচালক। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে 'তুফান'-এর মত মেইনস্ট্রিম ছবি অত্যন্ত প্রয়োজন, এমনটাই মনে করেন রায়হান রাফী। পাশাপাশি এও জানান, ' তুফান' এমনভাবে শেষ করা হয়েছে যে 'তুফান ২' আসবেই। তাহলে কি এবার দুই বাংলার সুপারস্টারদের একসঙ্গে নিয়ে ছবি করার পরিকল্পনা করছেন রায়হান রাফী?
