আজকাল ওয়েবডেস্ক:‌ বিরাট মানেই রেকর্ড। মাঠে নামলেই একটা না একটা রেকর্ড গড়ে ফেলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই ফের একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। টেস্টে ১০০০ বাউন্ডারি মারার অনন্য নজির গড়েছেন তিনি। একদিনের ক্রিকেটে আগেই এই রেকর্ড স্পর্শ করেছিলেন। একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই ১৩০২ খানা বাউন্ডারি হাঁকিয়েছেন বিরাট। আর টেস্টে এই মুহূর্তে তাঁর বাউন্ডারির সংখ্যা ১০০১। 


টেস্ট ও একদিনের ক্রিকেটে ১০০০ বা তার বেশি বাউন্ডারি মারার তালিকায় বিরাট এখন আছেন চার নম্বরে। শীর্ষে আছেন শচীন তেন্ডুলকার। দুই ও তিনে যথাক্রমে কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং। আর বিরাটের পর একে একে আছেন মাহেলা জয়বর্ধনে, ক্রিস গেইল, বীরেন্দ্র শেহবাগ ও ব্রায়ান লারা। এই ক্রিকেটারদের মধ্যে একমাত্র বিরাটই এখনও খেলছেন। তাই শীর্ষে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোহলির সামনে।


শচীন যেমন টেস্ট ও একদিনে মেরেছেন যথাক্রমে ২০৫৮ ও ২০১৬ বাউন্ডারি। সাঙ্গাকারা মেরেছেন ১৪৯১ ও ১৩৮৫ টি বাউন্ডারি। রিকি পন্টিং মেরেছেন ১৫০৯ ও ১২৩১ টি বাউন্ডারি।