আজকাল ওয়েবডেস্ক: যখন আমরা ট্রেনের কথা ভাবি, তখন প্রায়শই রেললাইনের উপর দিয়ে ভারি, ধোঁয়া বার করা ইঞ্জিনের ছবি মনে আসে। কিন্তু আপনি কি জানেন যে ভারতে এমন একটি ইঞ্জিনবিহীন ট্রেন রয়েছে যা ধোঁয়া নির্গত করে না এবং রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনগুলির চেয়েও দ্রুত গতিতে চলে?
আমরা যে ট্রেনটির কথা বলছি সেটি হল অত্যন্ত জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেস। এটি আগে ট্রেন ১৮ নামে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার উচ্চাকাঙ্ক্ষী 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের আওতায় চালু করা বন্দে ভারত এক্সপ্রেস ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ থেকে বাণিজ্যিক পরিষেবায় দিতে শুরু করে। দ্রুত জনপ্রিয়তা লাভ করে।
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) দ্বারা ডিজাইন এবং তৈরি, বন্দে ভারত এক্সপ্রেসে ঐতিহ্যবাহী ট্রেনের মতো ইঞ্জিন নেই। পরিবর্তে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনসেটগুলিতে আট, ষোল বা বিশটি কোচ-সহ স্ব-চালিত বৈদ্যুতিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) থাকে।
পরীক্ষামূলকভাবে চালানোর সময়, বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় ১৮৩ কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে সক্ষম হয়েছিল, তবে সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
সাধারণ ট্রেনের মতো ইঞ্জিনের অনুপস্থিতির কারণেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসের মতো অন্যান্য উচ্চগতির ট্রেনের তুলনায় দ্রুত গতিতে ছোটে।
