আজকাল ওয়েবডেস্ক: দেশের জন্মহার ক্রমশ হ্রাস পাচ্ছে। দম্পতিদের সন্তানগ্রহণে আরও উৎসাহিত করতে এগিয়ে এলেন পোল্যান্ডের বৃহত্তম হোটেল এবং সম্পত্তি চেনগুলির মধ্যে একটির মালিক ওয়াডিস্লাও গ্রোচোস্কি। দেশের নিম্ন জন্মহার বাড়ানোর লক্ষ্যে তাঁর যে কোনও হোটেলে থাকাকালীন সন্তান জন্মদানকারী দম্পতিদের জন্য একটি পার্টির আয়োজন করার প্রস্তাব দিয়েছেন তিনি। আমেরিকান সম্প্রচারক সিএনএন-এর প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

গ্রোচোস্কি একজন হোটেল ব্যবসায়ী এবং ডেভেলপার। তিনি আর্চ গ্রুপ অফ হোটেলের প্রধানও। তিনি গ্রুপের ২৩টি হোটেলের একটিতে থাকার সময় গর্ভবতী হওয়া যে কোনও অতিথির জন্য একটি বিনামূল্যে পার্টি উদযাপনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, তিনি বসবাসের জন্য তাঁর সংস্থার থেকে সম্পত্তি কেনার পাঁচ বছরের মধ্যে সন্তান জন্মদানকারী যে কোনও কর্মী বা গ্রাহককে ১০,০০০ জ্লটি (প্রায় ২,৭৫০ ডলার) নগদ বোনাস দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসার ফি বৃদ্ধি, ভারতীয় পেশাদারদের টানতে জার্মানি ও ব্রিটেনের সক্রিয় প্রচেষ্টা

গ্রোচোস্কি একটি পৃথক সাক্ষাৎকারে একটি সংবাদমাধ্যমকে বলেন, “২৩টি আর্চ হোটেলের যে কোনও একটিতে থাকাকালীন সন্তান ধারণকারী প্রতিটি দম্পতি আমাদের ইভেন্ট রুম বা রেস্তোরাঁয় একটি বিনামূল্যে পারিবারিক উদযাপন, যেমন নামকরণ অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাবেন।” তিনি আরও বলেন, “এই কর্মসূচির আওতায় সন্তানের জন্ম দেওয়া প্রথম সন্তানের বাবা-মায়েরা একটি স্ট্রলার এবং একটি বিশেষ প্যাকেজ পাবেন।”

পোল্যান্ড সম্পর্কে ইংরেজি সংবাদের একটি শীর্ষস্থানীয় স্বাধীন উৎস নোটস ফ্রম পোল্যান্ডের একটি প্রতিবেদনে এই বছরের জানুয়ারির শুরুতে বলা হয়েছিল যে, দেশটি একটি উল্লেখযোগ্য জনসংখ্যা সঙ্কটের সঙ্গে লড়াই করছে। দেশে ক্রমাগত জন্মহার কমছে এবং বয়স্ক জনসংখ্যার বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। ২০২৪ সালে, দেশটির প্রজনন হার প্রতি মহিলার জন্য ১.০৯৯ শিশু। যা ঐতিহাসিক ভাবে সর্বনিম্ন। যা ২.১ এর স্তরের অনেক নীচে এবং ইউরোপের মধ্যে সর্বনিম্ন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Grupa Arche (@grupa_arche)