নিজস্ব সংবাদদাতা: একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার খবর টলিপাড়ায়। এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই শেষের পথে সান বাংলার 'বাদল শেষের পাখি' ধারাবাহিক। মূলত একজন সিঙ্গেল মাদারের গল্পকে কেন্দ্র করেই শুরু হয় এই ধারাবাহিক। স্বেচ্ছায় মা হতে না চাইলেও পরিস্থিতির কারণে নিজের সন্তানকে নিয়ে কীভাবে এগিয়ে যাবে 'পাখি' তা নিয়েই এগোয় গল্প। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুস্মিত মুখোপাধ্যায় এবং শ্রেষ্ঠা প্রামানিক। অন্তঃসত্ত্বা 'পাখি'র জীবনে ঘটনাক্রমে চলে আসে 'মোহিত'। কিন্তু সদ্যই ২০০ পর্ব অতিক্রম করে শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।

বর্তমান সময়ে কোনও ধারাবাহিক এক বছর চলা মানে সেটাই অনেক বড় ব্যাপার। কারণ বছর সম্পূর্ণ হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। শুধু তাই নয় তিন মাসের মধ্যেও বন্ধ হচ্ছে নতুন ধারাবাহিক। এর ফলে এক দিকে যেমন একাধিক শিল্পী ও কলাকুশলীদের জীবনে অনিশ্চয়তা আরও বাড়ছে, তেমনই ধারাবাহিকের প্রতি দর্শকদের বিশ্বাসযোগ্যতা কমছে। তার প্রভাব পড়ছে টিআরপি তালিকায়।

ম্যাজিক মোমেন্টস অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় শুরু হয় সান বাংলার নতুন ধারাবাহিক 'বাদল শেষের পাখি'। কিছুদিন আগে জমজমাট ভাবে ২০০ পর্বের উদযাপন হয় এই ধারাবাহিকের। কিন্তু তার এক মাসের মধ্যেই দুঃসংবাদ। শেষ হয়ে যাচ্ছে 'বাদল শেষের পাখি'। আজকাল ডট ইন-কে নায়িকা অর্থাৎ শ্রেষ্ঠা জানিয়েছেন, পাখিকে খুব মিস করবেন তিনি। পাখি সব সময় তাঁর মনের মধ্যেই থাকবে।