নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। আগামী বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। কিন্তু তার আগেই নতুন সম্পর্কে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য? আবার সোশ্যাল মিডিয়ায় প্রেমিক রুবেল দাসকে জানালেনও সেই কথা।
প্রেমের কথা গোপন না করলেও বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগতই রাখতে চান শ্বেতা রুবেল। তবে বিয়ের আগেই নতুন সম্পর্কে শ্বেতা। তাও আবার জনপ্রিয় এক অভিনেতার সঙ্গে। এই কথা আবার নাকি জানেন রুবেল নিজেও এবং তা মেনে নিয়েই শ্বেতার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেতা। আসল ব্যাপারটা কী? সোশ্যাল মিডিয়া একটি ছবি পোস্ট করেন শ্বেতা, যেখানে বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশনের ছবির পাশে শ্বেতার ছবি এবং সেখানে লেখা, তাঁরা সম্পর্কে রয়েছেন।
একটি বিশেষ অ্যাপের তৈরি করা এই ছবি পোস্ট করে শ্বেতা লিখেছেন, "নতুন সম্পর্ক, রুবেল দাস তুইও আয়"। এই পোষ্টের নীচে রুবেলের কমেন্ট, "আমি আসবো কিরে? সব জেনেই আছি তোর সঙ্গে"।
রুবেলের এই মন্তব্যে শ্বেতার পাল্টা জবাব, "রুবেল দাস তোর মত ছেলে হয় না"। দুজনের এই মন্তব্যে নেটিজেনরা বুঝতেই পারলেন সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে দারুন মজা করলেন রুবেল, শ্বেতা। আসলে শ্বেতার অত্যন্ত পছন্দের অভিনেতা হৃত্বিক রোশন। সেই কথা জানেন রুবেল। তাই সোশ্যাল মিডিয়ায় চললো এই খুনসুটি।
প্রেমের কথা গোপন না করলেও বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগতই রাখতে চান শ্বেতা রুবেল। তবে বিয়ের আগেই নতুন সম্পর্কে শ্বেতা। তাও আবার জনপ্রিয় এক অভিনেতার সঙ্গে। এই কথা আবার নাকি জানেন রুবেল নিজেও এবং তা মেনে নিয়েই শ্বেতার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেতা। আসল ব্যাপারটা কী? সোশ্যাল মিডিয়া একটি ছবি পোস্ট করেন শ্বেতা, যেখানে বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশনের ছবির পাশে শ্বেতার ছবি এবং সেখানে লেখা, তাঁরা সম্পর্কে রয়েছেন।
একটি বিশেষ অ্যাপের তৈরি করা এই ছবি পোস্ট করে শ্বেতা লিখেছেন, "নতুন সম্পর্ক, রুবেল দাস তুইও আয়"। এই পোষ্টের নীচে রুবেলের কমেন্ট, "আমি আসবো কিরে? সব জেনেই আছি তোর সঙ্গে"।
রুবেলের এই মন্তব্যে শ্বেতার পাল্টা জবাব, "রুবেল দাস তোর মত ছেলে হয় না"। দুজনের এই মন্তব্যে নেটিজেনরা বুঝতেই পারলেন সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে দারুন মজা করলেন রুবেল, শ্বেতা। আসলে শ্বেতার অত্যন্ত পছন্দের অভিনেতা হৃত্বিক রোশন। সেই কথা জানেন রুবেল। তাই সোশ্যাল মিডিয়ায় চললো এই খুনসুটি।
