আজকাল ওয়েবডেস্ক: ‘দালালি বন্ধ করুন আইসি সাহেব।’ কাঁথি থানায় ঢুকে এভাবেই পুলিশ অফিসারকে শাসালেন তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। পুলিশ অফিসারকে ধমকানোর ভিডিও ভাইরাল। শুরু বিতর্ক।
তৃণমূলের অভিযোগ, দলীয় পতাকা, ফেস্টুন ছেঁড়া হচ্ছে। সব জেনেও পুলিশ কিছু করছে না। তাই মঙ্গলবার রাতে আচমকাই দলবল নিয়ে কাঁথি থানায় চড়াও হন সুপ্রকাশ। আইসিকে ধমকে বলেন, ‘চারিদিকে আমাদের ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। আমাদের এটা ভাল লাগছে না। আপনাকে কিছু বললেই হুঁ হুঁ করেন।’
এখানেই থামেননি তিনি। আঙুল উঁচিয়ে সুপ্রকাশ বলেন, ‘দালালি বন্ধ করুন আইসি সাহেব।’ আইসি গোটা জেলায় অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাতে আরও সুর চড়িয়ে সুপ্রকাশ বলেন, ‘সুষ্ঠুভাবে কাজ করুন।’
প্রসঙ্গত, সোমবার নন্দীগ্রামের সভা থেকে এই সুপ্রকাশ গিরির প্রশংসা করেন মমতা ব্যানার্জি। সুপ্রকাশ জেলা সভাপতি অখিল গিরির ছেলে। নাম না করেই শুভেন্দু অধিকারী এবং তাঁর দলবলকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘আগে সুপ্রকাশের সঙ্গে লড়াই কর। তার পর তৃণমূল।’
বিরোধীপক্ষের দাবি, সে কারণেই সুপ্রকাশ আরও আত্মবিশ্বাসী হয়ে গেছেন। তৃণমূল যদিও ঠারেঠোরে দায়ী করছে শুভেন্দু অধিকারীকে। বলছে, তাঁর অঙ্গুলিহেলনেই চলছে পুলিশ।
ছবি: ফেসবুক থেকে
Aajkaal © 2017